নারী দিবসের নিবেদনে রয়ে মন
রই নারীদের প্রতি সন্মানে সেই
প্রদর্শনে নিজকে করি ধন্য' নয়নে
স্বার্থক হয় যেন সুদীপ্ত নারী জন্ম।


এই নারী দিবসের প্রতি শ্রদ্ধায় ভরে
সর্ব প্রথম আমার মা, বোন, স্ত্রী, কন্যা
-সন্তান, নারী প্রতিবেশীসহ সর্বস্তরের
সকলকে সন্মান জানাই একান্তই নিজস্বে।


অনেকেই মা'কে ভালবাসে জানে ভাল!
আরো ভালবাসা শ্রদ্ধা সিক্তে তাঁর দুঃখটাকে
মোচন করতে ধীর প্রত্যয়ে নিবেদিত হলেই;
স্ত্রী'কে যথার্থ মর্যাদা প্রদানে মূল্যায়নের মাধ্যমে।


স্মরণ করি আমার মা'কে কোথাও রওনা হলেই
একটু এগিয়ে এসে আর্শিবাদ ভরা মুখখানিতে!
মায়াভরা মলিন-মসৃণ শুভবিদায়ে যত পথই
পারি দেই না কেন মনে পড়ে মায়ের সেই বিদায়


মায়া বার্তারা। মনে পড়ে আঁচলে ঘাম মুছে দেওয়া
সেই স্নেহ মায়া ভালবাসার আস্তার নিরাপদ ঠাঁইয়ের।  
জানাই তাকে আমার সমস্ত ভালবাসায় ভরা নিবেদন
শ্রদ্ধায় সিক্ততায় কমলতায় ভরে মায়াময়তায় তাঁকে।


স্ত্রী'র প্রতি জানাই গভীর ভালবাসা কত পর্ব পাবন
অনুষ্ঠান নিবেদনে শত আশার প্রহরের তরে একটি
প্রাপ্ত বয়স যৌবন জীবন সংসার নামক বলে কথা,
দেখা শোনা পর্ব শেষে উভয়েরই সৃষ্টতায় হয় বাঁধন।


সংসার নামক স্বামী-স্ত্রী'র দাম্পত্ত জীবন বলে কথা
কি যে চাওয়া-পাওয়াতে রই ঐ সেই মনেই শুরু হয়
একছত্র বিনা-সূতার বন্ধনের মায়া মমতার সংসার;
আলোকিত জীবনে স্বাদ, পরিপূর্ণ জীবন পেতে হয় না'


তুলনা একজন নারী (স্ত্রী) হতে এই ত্রিভূবনে দ্বিতীয়।
হয় না তুলনা অন্য কোন কিছুই সাথে তাই তো স্মরণে
রয়ে নারী জাতিকে শ্রদ্ধা নিবেদনে একান্ততা প্রকাশ'
সকলেই আমরা একে অপরের তরে! কেহ নই অন্য।


সেই চেতনায় ভরে মর্যাদাবান হয় নিজ সংসার দায়!
সুন্দর জীবন ও সুন্দর পরিবার গঠনে; তবেই তো রক্ষায়
রবে সন্মান নারীকেই দিবে এক পুরুষ আরেক পুরুষে'
প্রত্যেক নারীকে মননশীল হতে হবে' হতে হবে রক্ষণশীল'


হতে হবে সৃজনশীল' হতে হবে আদর্শ' হতে হবে প্রকৃত
জ্ঞানী' অর্জন করতে হবে জ্ঞান' সংসারি হলে হতে হবে
ভাল সংসার মোনা' কর্ম করতে চাইলে হতে হবে কর্মঠ'
কর্তব্য নিষ্ঠা। দেখতে পাওয়া যাবে সৎ পাত্রে কন্যাদান;


না হলেও সৎ ও গুনি পাত্রীর দ্বারা সেই সংসার স্বামী
নামক জীবনই বলে দেয়, ঐ বাড়ির বা ঐ পাড়ার বউ
কত ভাল! স্বামী যা তা বউয়ের গুণেই আজ ও ভাল
হয়েছে। দেখেন হয় তো ঐ যে একজন নারীর কর্ম'


গুণ অনেকেরই অজানাই রয়ে গেছে, প্রকাশ করছে না
কেহ আমরা এই সমাজের। তাই তো বলি সকলেই হই
সৃজনশীল; হই একে অপরের গঠন মূলক সৃষ্টাচারের!
চরিত্র করলে গঠন অবহেলায় আসবে না জীবন ওহে
নারী!


তবেই সফলতা "নারী দিবস" পালনে মর্যাদায় পাবে
ঐ তরে অন্যথা নহে। এসো না আমরা নারী-পুরুষ শ্রদ্ধা
সিক্ত হই ব্রত:হই; মননশীল হই; যে খানে সংশ্বয় হই
যেন সংযত; ধর্মের আদর্শে হই যেন নৈতিকতা পূর্ণ।


তা না হলে রইবে শুধুই শূন্য জ্ঞানে অতৃপ্ত চাওয়ায়
সাধনার স্বাদের বৃথা ফলে হয় হিতে বিপরীতের
সভ্য সমাজের নারী-পুরুষের প্রতি এখনও যে বন্ধন
রয়েছে সেটাও বিপথ গামী হতে রইবে না বাঁধা।


সেই তরে করতে হবে সংযততায় কোন ভেদা-ভেদ
নহে! মূল্যবোধের তরে জাগ্রত মননের অপূর্ব সুধায়
আমরা নারী-পুরুষ সকল মর্যাদার প্রতি দীপ্তমানে
পথ চলাতে সেই রথে রইল নিবেদন "নারী দিবস" কে।
===×××===
===×××===
বাণী : ওহে নারী আমরাও মানুষ; নারীকে কে বলেছে অমানুষ? আমি তো সব সময়ই স্বীকার করি! নারীরা প্রকৃত পক্ষেই অপূর্ব শোভার অনন্যতায় ভরা এই সুন্দর পৃথিবীর আলোকিতের চন্দ্র-সূর্য, গ্রহ-তারা, আকাশ-পাতাল, প্রকৃতি-বাতাস যেমন আমরা নারী-পুরুষ ভোগ করি। আর সেই ভোগেরই অপরুপ শোভাতেই শোভিত হয় নারী-পুরুষের মিলন মেলা। যা না কি ঐ সকল সমস্ত সৌন্দার্যকে হার মানায়ে (নারী-পুরুষ) শ্রেষ্ঠ মিলন মেলায় মাতিয়ে থাকে। তাই (নারী-পুরুষ) উভয়ই মর্যাদাবান' দীক্ষা নিতে হবে, হবো না কখনও আমরা অমর্যাদাবান। তবেই তো এই দিবস পালনে রইবে স্বার্থকতা।
যদি হতে পারি দীপ্তমানের জ্ঞান লব্দের অপূর্ব সুধার স্বাদের তৃপ্তের নারী জ্ঞান পিপাসিত জন। অন্যথা নহে।