আজ বিশ্ব নারী দিবসে
জানাই নারী প্রতি শ্রদ্ধ‍্যা।
নারী আমার মাও তাকে
সকল নারী কল‍্যাণ মন!


সভ‍্যতা বিকাশ লাভ রয়
এ'ধরা (নর-নারী) মূল‍্যে।
সমতা অসাধারণ পূর্ণতা
চরণ উৎসাহ সুদীপ্ত মুক্তি।


নারী পুরূষ নয় ভেদাভেদ
নারী পুরূষ ভেদাভেদ হয়।
কোথায় জন্ম আর ধরিত্রী
নারী এমন অনন‍্য শোভার!


পৃথিবী মানবতা পূরণ সুখ
জাতি গঠন ঐ'দিগন্ত দল।
বিধাতা সাঁজায়ে দেন সেই
রকম করেই নারী-পুরূষে।


মেল-বন্দন সভ‍্যতা সংসার
পরিবার পরি-পাটি আলো!
সজ্জ্বিত এক সুন্দর সমাজ
আমরা মানুষ নারী সম্মান।


মূল‍্যবোধ সমতা নারী প্রতি
নারী হল সমাজ আদর্শের।
নারীকে দিবস পালন নয়!
নারী হতে হবে অগ্নিশোভা!


জ্ঞান লব্দের অসাধারণ জন
নিজ মূল‍্যায়ন জানা কর্মঠ!
সভ‍্যতা বিকাশ বিলাপ মন
অস্তিত্ব সত্ত্বার পরম চেতনা!


ধর্ম-কর্ম-বিধান-জ্ঞানালো
সদা-সুন্দর রমনী রঙ্গীন।
এমন দীক্ষা করবে গ্রহণ
নারী চরণে পুরূষ আপন।


সূচারু জ্ঞান পরিচয়ে এক
মহা মূল‍্যবান ধন‍্যতা জ্ঞান!
সেই জ্ঞান আলো জ্বালাও
এ'ধরা নারী নয় অবহেলা!


সম্মানি নিজকে করে তৈরি
কেউ করবে কি অবজ্ঞা নারী।
করলে অবহেলা নারী পালন
রক্ষা নয়তো অজ্ঞতা দিবস।


আমরা নারী আমরা প্রদীপ
অসাধারণ পুরূষ সুখ পাখি।
নারীর স্পন্দন ছড়ায় পুরূষ
পুরূষ ছড়ায় নারী কূলতায়।


শ্রদ্ধ‍্যায় স্মরণ করি এ'দিবস
তখনই স্বার্থকতা লাভ ধন‍্য!
প্রতিটি নারীরা নিজ চিনবে
পবিত্র মননে অস্তিত্ব গড়বে।


এমন কর্মগুণ চরিত্র তৈরির
মাধূর্যতা ছড়াবে জগৎ খানা।
মূল‍্যায়ন পাবে ঐ'গুণ পাবন
সে অনুপ্রেরণা নারীতে আশা।
*******************
বাণী: নারীরা তখনই একজন মর্যাদা পূর্ণ নারীতে পরিণত হতে পারবে। যখন একজন নারী ও সকল নারীরা নিজেকে প্রকৃতি রূপকে কাজে লাগায়ে চিনতে ও জানতে পারবে। আর সেই মতন নারী চরণ সুউচ্চমানে নিজেদের গঠন মূলক কর্ম দ্বরা তৈরি করে আদর্শ ও ন‍্যায় নিষ্ঠাবান নারী হতে পারবে। আর সেই সকল নারীরাই মহিয়ষী নারী সমাজের উজ্জ্বল নক্ষত্রের ন‍্যায় ঝলমল করবে। আসুন নারী দিবসে সেই দীক্ষা নেই। আর তা না হলে এ'দিবস কাগজে কলমেই পালন থাকবে। বাস্তবতা নারী মূল‍্যায়ন তৈরিতে অন্তরায় থেকেই যাবে।