আজ ভূষিত হলাম আমার জন্মস্থান পরানপুর হতে, কবি ও সাহিত‍্যিক সম্মাননায়। পেলাম আমারই প্রতিবেশী বড় ভাই এ‍্যাডভোকেট, জনাব, মোঃ মোস্তাফিজুর রহমান খাঁন, তার মরহুম পিতা জানের নামে প্রতিষ্ঠিত'রফিউদ্দীন প্রি-ক‍্যাডেট-স্কুল' এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনার মধ‍্য দিয়ে। উক্ত অনুষ্ঠানে যারা সম্মাননায় ভূষিত হন বিভিন্ন সমাজ সেবামূলক অবদানের জন‍্য। তিনারা হলেন; গাছ লাগানো, সামাজিক জনসেবা মূলক মানবতায়, প্রাক্তন ভাল শিক্ষকতায়, ধর্মীয় দিক থেকে বিশেষ অবদানে গুণি উত্তম মানুষ পরিচয় বহণে। ধন‍্যবাদ জ্ঞাপন বক্তব‍্যের সুযোগ থাকে নিজেকে তুলে ধরার জন‍্য। একজন কবি ও সাহিত‍্যিক হিসাবে কতটুকু ভূমিকা রাখা যায়, সেই সকল দিকে বিশেষ বিষয় সমূহ তুলে ধরা। যারন‍্যায়, অত্র গ্রামে বিশুদ্ধ সাহিত‍্য চর্চার জন‍্য একটি কমিটি গঠন করে পাঠাগার তৈরি করা এবং উক্ত পাঠাগারে নিয়মিত এলাকার শিক্ষিত যুব সমাজ সুন্দর পরিবেশে সাহিত‍্য চর্চার করতে পারে যা ব‍্যতিক্রম ধর্মীয় অনন‍্য এক আলোক আলোড়ন। চলমান..