নিজেকে অজানায় কত না যাতনা'তে রই
আমরা মানুষরা যে জন যেমন সে'জানায়।
একান্তই নিজেকে জানলে তবেই কথা রয়
আপনত্বের তরে নিজেকে জ্ঞান ভাবনা ঐ'।

আসল নকল কে কেমন আমরা সভ‍্যতা
পেয়ে সেই মন যেন জাতিতে জাগ্রতের।
সেথায় যেখানে আসবে ভূবন কথা রহে
নবজাগরণের তরে আমি জানি আমাকে।

আসল নকল কে কেমন সবই যেন মহত্ব
কে আছে এমন অজানাতে বলতে পারে,
আমি এই কাজটি জানি না; বলে দাও না!
কে আছো আজ আমাকে; জ্ঞানালো মনুষ‍্য।

অজানাতে লজ্জ্বা শতক হাজার ছলচাতুরী
কোটি কোটি ভুলে ভরা দিক বে-দিকের।
জানতে চেয়ে কারো নিকটে গেলে নেই
কোনই সংকোচ মিছা লজ্জ্বা চেতনা ব্রতে।

সত‍্যই এ'জগতটি অনেক মস্ত বড় অজানায়
হাজার জ্ঞানের অধিকারী হলেও অনেকাংশে।
হাতের কাছে রহে বহু অজানা কথা জ্ঞানালো
তারপর অতি অহংকারের মুক্তিকামী জ্ঞানের।
*************************
বাণী: জ্ঞানের আলো ছড়াতে কোন পরিশ্রম করে নিজের প্রকাশ ঘটানোর দরকার নেই। অজানায় অনেক জ্ঞানের কথা জাগে লোক সমাজে। প্রকৃত জ্ঞানীলোক কখনও তার জ্ঞান ছড়ায় না নিজ হতে। জ্ঞানীই কর্ম-দক্ষতার ফল শ্রুতিতে সমাজে প্রসিদ্ধতা প্রকাশ পেতে থাকে।