লিপিকা এ কেমন নিষ্ঠুর খেলা..
খেললে হৃদয় নিয়ে
তুমি কেন এলে চলে গেলে?
শুধু স্মৃতি টুকু ফেলে গেলে ইচ্ছে করে
নেশার মত আমায় জড়িয়ে
এ কেমন খেলা খেললে চুরি করে।
টলমলে দু’চোখের অমৃত সুধা ঢেলে আমার বুকে
লিপিকা এ কেমন নিষ্ঠুর খেলা খেললে।
এ কি শুধু লুকোচুরি! জ্যোৎস্না রাতে
ধরতেই চাই দু’হাত বাড়িয়ে;
তুমি চকিতে পালাও ছুটে।
এ কেমন নিষ্ঠুর খেলা খেললে বন্ধু চুরি করে
আমার হৃদয় নিলাম করে।
===×××===
===×××===
বাণী : সহজ পথে চল হে মন! রইবে না তোমায় কেহ সাথী। তাতে কি? থাকবে তুমিই ভাল' ইহাতে রবে না কোনই বিরহ বেদনার কলংঙ্ক। সেই তরে দেখা দেবে না নিষ্ঠুর খেলার মত রুপ কথার গল্প। রবে স্বচ্ছতায় ভরা বিরহ হীনের মন ও প্রাণ।


তারিখ: ০৭/০৬/হৃদয়।
লেখার স্থান: বাসা নং—৩৭, রোড # ০৭, ব্লক # অসি, মিরপুর—১২, ঢাকা।