প্রতিদিন সঙ্গী মোদের নিত‍্যপণ‍্য
নিত‍্য সঙ্গী প্রতিটি মানুষের।
এ'সঙ্গী এমনই সঙ্গী জীবন চলা
দায়! রোজকার দরকার নিত‍্য।


জীবনে যেন প্রেম চাওয়া রয় ঐ'
জীবন কি নিত‍্যপণ‍্য ব‍্যতিত'
চলবে একটি মূহুর্তও এ'মানবের?
কোনটি করবো আমরা অর্জন?


প্রেম জোয়ার ভাটা টানে মহত্ত্ব না
যৌবনকে ভাল জানায় কর্ম!
প্রেম রয় বলেই নারী পুরূষ স্বর্গীয়
করি বসবাস সুন্দর এ'জগৎ।


ঐ'রকম করেই যৌবন তৃঞ্চা পূরণ
নিত‍্য সুস্বাদ পণ‍্য ক্রয় লোভ!
লাগবে অর্থকড়ি ধীরতা অর্জন প্রেম
জাগ্রত জাতির শোভা ভরা মন।


সেই না তারা দীক্ষিত অনুসূচনা হ্নয়
প্রাপ্তি জীবন সুন্দর এক অনন‍্য!
অতিউত্তম নিত‍্যপণ‍্যকে  ভাল লাগা
ভালোবাসতে পুষ্ঠিগুণ পেতেই!


সংগ্রহে থাকতে হবে প্রকৃত গুণি কর্ম
অর্জিত ধন দ্বারা উত্তমতা ক্রয়।
সতেজতা সফল আনলে ঘরে রাঁধূনী
সতেজ নিত‍্যপণ‍্য রমণী খুঁশিমুখ।


হাসবে পরিবার সুখ সুবিবেচ‍্য সঠিক
মন মধ‍্যে শান্তি বিজরিত এক!
সকল তৃপ্ততা অপরূপ কর্মঠ জীবনটি
মানুষ মানুষের জন‍্য স্বার্থকতা।


সকল কিছুরই মূল‍্য রয়; রয় না মানুষ
যখন করে বিনা কারণ অপকর্ম!
ঐ'জীবন নিত‍্যপণ‍্যই কি আর পরিবার
নিজকেই চেনা এ'সমাজ অচেনা।
************************
বাণী: মানুষ যদি প্রকৃত পক্ষে মানুষ হতে না পারি। তা হলে নিত‍্যপণ‍্যের নিকটও মূল‍্যহীন।