আজ ১লা মার্চ'২০২৩ইং, ১৬ ফাল্গুন'১৪২৯বাংলা
১লা মার্চ বীমা দিবস ফাগুনের মধ্যম সময়!
শিমুল গাছেরা ফুঁটায়ে সুন্দর শোভায় থোকা ফুল
দেখতে বেশ বাহারী মায়া কানন ফাগুন বসন্ত।


এরই মাঝে প্রকাশ পেল কবির কবিতা নয় শতক
এক, রচিত ও প্রকাশিত বাংলা কবিতা আসরে।
সেই সাথে রয় কবিতা সারসংক্ষেপ বাণী সমাহার
কবিতা লেখা হয় কি অজানা তবে লেখি সেবা।


সেবা দিতে মানবতার কল্যাণ প্রাপ্তিতে প্রাপ্যতায়
মানুষ যেন হতে পারে সঠিক সেই দীক্ষায়!
করি রচনা মন মাঝে যখন আসে বিধাতার দয়ায়
বিদ্যানুরাগী চেতনা ভাবনা ও গভীর দৃষ্টি।


মানুষ কেন হয় মানুষের মুখাপ্রেক্ষি এ'সমাজ তটে
কোথায় সমস্যা? দেখি না খুঁজে কি পাই?
সেই তারণাতে করি রচিত কাব্য মনটিতে কবিতা
সমাজ যেন পায় দু'টি শিক্ষা মূলক জ্ঞান!


অমন করেই লেখা আমার জীবন চল কর্মময় দীক্ষা
অভিজ্ঞতা রচিত কাব্য কণিকা সুচারু চরণ।
জীবন যেন বড়ই মূলবোধ মানুষ জানে না এমন হয়
হতে পারে শত পরিশ্রম বিনিময় কর্মফল।


যা আমার জীবন সততা, কর্তব্য-নিষ্ঠা, কর্তব্য-পরায়ণ
বিনিময় কোন প্রকার সাহায্য আর হাত পাতা!
নয় তো কোন মানবের নিকট ঐ'স্বর্গ হতে পাওয়া মূল্য
অমূল্য ধন-রত্ন সবই সেরা জগৎ প্রাপ্তি অপূর্বতা।


এই আজ কবিতা লেখা; কি করতাম কবিতা না লিখে?
সময় কিন্তু চলেই যেত, সময় কারো অপেক্ষা নয়!
মোটেও করতে চায় না অপেক্ষা এ'জগত ধরার বুকটির
তাই তো এক সময় ভেবে নিলাম যা পারি লেখি না।


না হোক ছন্দমিল-তাল-রস-রসিক-রম্য-প্রেম-বিরহ-কাব্য
জীবনবোধের তরে; মানবতাবাদীতার অনল সেরা।
চমৎকার সেই জনেরাই তো আজ এক সময় সমাজে হতে
অবহেলা। সেই তারাই জয়ী শতকষ্টের সফল গুণি।


ঐ'সেই অনুশাসন ও অনুপ্রেরণাতেই জাগ্রত জাতি মননশীল
রচিত ভাবধারায় বর্ণিত আজিকের কর্মময় জীবন!
সুচারু এক অনন্য উত্তম চরিত্র যোগ্য মূল্যায় সর্বোত্রে সফল
কি নেই মানুষ হিসাবে এ'দুনিয়াতে আমার থলিতে?


দেয়নি কি বিধাতা যে সেই অভাব রয়েছে আমার মাঝে কই
দেখতে তো পাই না, কোন অভাব আছে নিজ মাঝে?
‌হ্যাঁ; দেখতে পাই! মানুষ কেন অপর মানুষের নিকট কয়কথা
বলে সে হতাশ? কেন বলে? কিসের জন্যে বলে?


সেই বলা না বলে, যদি কর্ম করে, তবেই যে ঐ'মানুষরাই জয়ী
বিজয় মাল্য ছিনায়ে আনতে বিধাতায় অমূল্যবান।
সত্য-মিথ্যা-ভেদা-ভেদ-চমৎকার প্রাপ্তি অসাধারণ এক অনন্যতা
কি যে ভাল লাগবে দেখবে সেই জনেরা যে জন!


কঠোর পরিশ্রম দ্বারা জীবন-মান-উন্নয়ন আল্লাহরই দরবার হতে
ঐ'সেই পাওয়া যেন অসাধারণ প্রাপ্তি ভরপুর হৃদয়।
নিজে ভালো থাকা, পরিবারকে রাখা, সমাজকে নিয়ে সেবায় ব্রত:
এমন জীবন আশা করাটাই যোগ মানুষ মূল্যবোধ!


ঊষার আলোক বর্তিকা শুভক্ষণ; শুভমন; শুভসূচনা সর্বোত্র একক
আমি কবি কি না অজানা; তবে লেখি মানবতা মন।
হয়তো জাগ্রত জাতি জেগে উঠার কথা বলে; আসলে কেমন করে
উঠতে হয় সেই কথাটিই আমি বলতে চাই সঠিকতা।
××××××××××××××××××××××××××××××××××××××
বাণী: সময়কে কাজে লাগাতে হলে সদ্ব্যবহার জানতে হবে। সময় মানুষের বড়ই প্রকৃত বন্ধু। বিনা কারণে একটি মূহুর্তও অপচয় করার সময় জ্ঞানী লোকদের জন্যে মারাত্মক ক্ষতিকর। ঐ'সমস্ত জ্ঞানী লোকেদের এই সুন্দর জগৎ সংসারে অনৈতিক অবক্ষয় অবহেলা অপসংস্কৃতি ধর্মান্ধতা গিবৎ মিথ্যাচার পরধন লোভ পরচর্চা পিছু লোকে কিছু বলে হতাশা জীবনবোধ অলিক পাওয়া এই সকল উদঘাটন ও সঠিক পথ প্রদর্শক হিসাবে অনেকটাই সমাজ পিছনে পড়ে মানুষ দিনদিন ক্ষতি গ্রহস্ত হয়ে ধ্বংসের লীলায় পতিত হতেই থাকবে। তাই জ্ঞানী লোকেরা কখনও অজ্ঞানের কুবুদ্ধির নিকটে যে জীবনের মূল্যবান সময় নষ্টকরা বড় ধরণের বোকামী ছাড়া আর কিছুই নয়।