এ যে কি অনুভূতি..
হৃদয় থেকে যে ধারণ করে
বুঝেও যদি না বুঝি
এ যে কি এক  অনুভূতি..
এ যে কি এক অনুভূতি।


কত যে কষ্ট মনে পুষে..
কত যে বেদনায়...
হয়ে যে কাতর..
প্রাণ যে যায়! যায়।


তবুও তো দু:খ নেই'নি
সে যে জন্ম—দাতা;
সে যে জন্ম—দাত্রিনী;
সে যে আমার মা-জননী মা’আ।


কত যে আশায় মাআ..
করতে চায়..
সন্তান কে যে মানুষ!
সেই সন্তান যদি না হয় মানুষ..


পায় কি পিতা-মাতা-শান্তি-সুখ?
পাবে কি কোন শান্তির নীড়
জীবনে সেই সন্তান?
কি যে এক অনুভূতি!


হৃদয়ে থাকে যে ধারণ করে;
ধারণ করে..
কত যে কষ্ট মনে—প্রাণে পুষে;
প্রাণ যে যায় যায়...


তারপরও যদি হয় মানুষ..
কি যে পায় শান্তি-ই..
জন্ম-দাতা-দাত্রী!!
আরো পায় যে আপন জন।


সন্তানেরা হবে মানুষের মতন মানুষ..
সে যে কি এক কল্প জগতের অনুভূতি।
আমরা হলে উপযুক্ত সন্তান..
জন্ম-দাতা-দাত্রী’র হয়!


কি যে সে এক অনুভূতি;
জন্ম-দাতা-দাত্রী’র চাওয়াতেই..
হয় যে কি এক অনুভূতি!!
সেই তো যে আজিকের তরে এক অনুভূতি|
        =×××=
বাণী : সব সময়ই একজন মানুষ হিসেবে বিবেচক হওয়া উচিৎ।।