এক মানুষ অপর মানুষকে ব্যাঙ্গাত্নক করে বলে:

বিড়াল ম্যাও
কাঁটা খাও
পঁয়সা দিতে
ব্যাথা পাও!!!

বিড়ালের ডাক;
ম্যাও ম্যাও
লোকটি কে দেখা মাত্রই
পাড়ার বা প্রতিবেশী
দুষ্ট ছেলেরা ব্যাঙ্গ করে বলে
ঐ যে বিড়াল আসছে
যে তেরে;
গেল যে কোথায়
নামেরই শিরো নাম চরণে
বিলায়েত আলী নামটিতে
মহল্লার অশোভন ও অশোভ্য!!

ছেলে-পেলেরা বিনা কারণেই
করে আসে অজানাতেই পাপের
এক বাক্য প্রলাপ বুলি যা নাকি
কোনই দরকার হয় মিছামিছি
আনন্দ পাওয়াতে অপরের মন কষ্টের
সন্মান নষ্টের এক অন্য রকমের নিজ
ভাল লাগা হতে হই বঞ্চিত ঐ দাদু বা কাকা চাচা হতে
শোন বাবু মনি খোকা সোনা অপরের নামের;

না করি ব্যাঙ্গ ডাকে কাক তালিও অশোভন কাজ
যে সময়ে করবে তুমি অপরের ভাল না লাগা্য়
অপমান মূলক তিরক্সার নামক ডাকের বিড়াল ম্যাও ম্যাও!!
সেই সময়টা কাজে লাগাও পড়া-লেখায় ও আল্লাহর ইবাদতের
তা না করে বিনা কারণে করে যদি আস ঐ সুন্দর নামের ব্যাঙ্গাত্নক
প্রলেপ দেখবে একদিন তুমিই হয়ে গেছো অনুরুপ নামেরই একজন।।

সফলতা তোমায় দেখা দিতে করবে বিলম্ব;
মানুষের জীবনে এমন অনেক ঘটনাই ঘটে যা দেখা যায়
ভবিষ্যৎ প্রজন্মের জীবনে এমন পরিণতিতে হয় যা ছিল হবার।।
তাই তো বলি বিধাতা কাউকে হারায় না
আমরাই হারাতে চাই মিথ্যা জয়ের আসায় অন্য মনের চেতনায়
অপবাদের অপ্রিয় ও অশোভন মনের দুষ্টামির ছল-চাতুরীতে
অপরের মনে কষ্টের ছক এঁকে ভ্রান্ত আত্ন:তুপ্তির যা নাকি শুধুই
অপাত্রে কন্যা দানের মতন হয়ে অরণ্য রোদন।।

এই জন্যই তো বলি করবো না অপরের নামের বিয়াক্কা
তাহলে হতে হবে না তোমারই মতন অপর মানুষের নিকটে
লোক ভাল নয় এমন কথার স্বীকারের বলিয়ান
আর মানুষ হয়ে ডাক শোনাতে হবে না ব্যাঙ্গ ডাকে
ঐ যে যায় বিড়াল; ম্যাও কাঁটা খাও পঁয়সা দিতে কষ্ট পাও।।
===×××===
===×××===
বাণী : যে সকল লোক গুলি এই ধরণের নাম ধরে বিনা কারণে নিজকে ক্ষতি করে অপরের নামের ব্যাঙ্গাত্নক নামে ডেকে সময় নষ্ট করে থাকে সেই সকল লোক গুলি একদিন উক্ত মানুষটির চেয়েও অধম রুপে জীবন যাপন করে থাকে।।