ওরা হায়ানার দল-বল চলছে চলতে হয় তাই
ওরা অজানা পথ পাড়ি দিতে চলে।
ওরা সীমানার ধার ধারে না, চায় শুধু স্বার্থমন
ওরা শুধুই নিজের কথা ভাবনা ভাবে।

দেশ রসাতল যাক; আর সর্বনাশ হোক তাতে
ওরা কিছুই ভাবে না সেই মন সুখ।
ওরা অনেক বুঝমান নিতে চায়না সুশিক্ষা অন‍্য
ওরা সর্বাগ্রেই একঘেমী বিশাল দল।

ওরা আল্লাহর ইবাদত করে; মানেই না বিধান
ওরা লোক দেখানো বন্দেগী মুখোশ!
সমাজকে ব্লাকমেইল শত হত-দরিদ্র হতভম্ব
সর্বনাশ করেই ছাড়ে চরিত্র অসাধুতা।

ওরা দেশ-দরদী ভাবখানা যেন সব দায়িত্বরত
ওরা এ'ধরণীতে কতটাই প্রাপ্তি দেখা।
ওরা এতো অপরাধ করে তারপরও অনুতপ্ত
ওরা হয় না কোন ধরণ সভ‍্যতা আচরণ।

ওরা অমন করে চলতে চলতে এক সময় লুন্ঠিত
ওরা অবনত পথ ধূলোয় পতিত ধ্বংস!
ওরা একদিন একেক করে ঐ'হায়ানারা সর্বশান্ত
ওরা তার পরেও মাথানত করতে চায় না।
চলমান...