ঐ মানুষ গুলিই
                 হয় সেই উদ্ভাসিতেরই'
জ্ঞান লব্দের অনন‍্যেরই
                যথার্থ জ্ঞানী জন।

হবে বুদ্ধি দীপ্তেরই
                শিক্ষার আদবেই জয়ী।
নিজেরই প্রতিভা অর্জনে
                হতে পারবে দীপ্তমান।

রাখবে স্বাক্ষর পরিবার,
               সমাজ, দেশ, জাতির।
বিশ্ব পরিক্রমাতেরই তরে
                ওরাই জ্ঞানী জন।

ওরাই তো কল‍্যাণকামী
                ওদেরকেই সম্মান জানাই।
ওরাই যদি সত‍্যই
                 চলে সত‍্যের পথে।

ওরাই পেয়ে থাকে
                আলোর পথের সন্ধ‍্যান!
ওদের দেখেই চলবে
                পথ প্রদর্শকেরই ন‍্যায়ে।

প্রজন্মরা হবে ভবিষ‍্যৎ
                উপলব্দেরই উদ্ভাবনির ঐ'
দেশ-জাতি গঠনে
                প্রকৃত পক্ষেই মানবতাতে।

ওরাই জ্ঞানী পরিচয়ে
               এই সমাজেরই ভবে!
ওরাই প্রকৃত মানুষ
               সর্বজন জ্ঞানী পরিচয়ে।।
===***===
===***===
বাণী: জ্ঞানীরাই আজিকের সমাজ ব‍্যবস্থার উন্নয়নে এক কল‍্যাণকামী প্রকৃত মানুষ। তাই প্রকৃত জ্ঞানী লোকগুলিকে মূল‍্যায়ন করা যারন‍্যায়ে সাধারণ মানুষ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে সহযোগিতা কাম‍্য।