গরীব মানুষ; ওরা গরীব মানুষ!
অর্থ-সম্পদ না থাকা অর্থ গরীব।
এই হল সমাজে অকথ্য প্রচলন
আহাজারী মানবতাবাদীতা প্রচার।


মানব শিশু জন্ম নেয় মানব উদর
যে সকল মানুষ নিজ মানুষ নয়!
সে'সকল মানুষ বিবাহ্ লিপ্ত বেশ
রসিক এতো রসিক প্রেম পাগল।


শুধুই প্রেম যৌবন লিস্পতা নারী
যৌবন পিপাসীত হৃদয় স্পন্দন।
আহাজারী চোখ নেশা নারী শরীর
প্রকৃত পক্ষে নারী-পুরূষ প্রেমিক!


তা বেশ তো গড় তোমরা জীবন
জন্ম তোমায় যেমনেই হোক' হও;
তোমরা কঠোর পরিশ্রম বিনিময়
মানুষের মতন মানুষ এ সমাজে।


উপযুক্ত হবে নিজ দেশকে দিবে
পরিবার পরিজন নিয়ে চল বেশ!
অর্থ নেই বল; গরীব বল কেন'রে
এই দুনিয়া বড়ই আজব নয় তো...


কেউ ধনী; নয় তো কেউ গরীব'রে
গরীব হল কর্ম-কান্ড-জ্ঞান পরিচয়।
কর্মগুণেই ঊষার আলোয় ঝলমল
কর্মফলেই জীবন আলো অন্ধকার।


এই কি মানব শিশু হয়ে বড় কেমন
করে হচ্ছে নেশা-চোর ছিন্তাইকারী!
এই কি মানুষের কাজ কেম'নে বলি?
কোথাও অংঙ্ক মিলাতে পারি না কি?


গতকাল খুবই পবিত্র একটি কাজ শেষ
নিজ গ্রাম হতে ঢাকায় পরিবহণ যোগ
গমনে বাসের জানালা দিয়ে আমারই
মোবাইল সেট ছিনিয়ে নেয় ওরা ঐ'


মানব শিশু সন্তানেরা কেন নিল ওরা?
কত প্রয়োজনীয় কষ্টা অর্জিত ক্রয়ের!
আমি তো কখনো করিনি অন্যায় কাজ
কেন আমার সাথে ওরা এমন করলো?


ওরা অপরাধী দেখা মেলে সমাজ বুক
সামাজিক কাজ ওরা ছিনতাইকারীরা;
প্রেম আছে ওদের আছে গল্প নেশার
বিনোদন আছে করছে তবু বলে গরীব!


মানুষ আসলেই নেশা ভরা অপ্রিয় মন
ওদের জীবন কি এমনই থাকবে যুগে
যুগ ধরে, ওদের সংশোধন কোথা রয়?
কে ওদের পিতা-মাতা এ সমাজ বুকে?


রাষ্ট্রীয় কত ব্যবস্থা রয়; রয় সহায়তা'
কোথায় নিরাপত্তা মানবিকতা ব্যবস্থা?
মানব সন্তান কেন হবে ছিনতাইকারী?
ওরা কি পরিবার ছাড়া জন্ম নিয়েছে?


তাহলে আদমশুমারী হিসাব সমীকরণ
মানবতায় ভুল অংক তালিকা প্রকাশ?
ঘর ঘর যায় হিসাব কষে সংখ্যা বসায়
ডিজিটাল তথ্য ব্যবস্থা মানবতা হিসাব।


সরকারী তালিকা প্রকাশ হয় জনসংখ্যা
বেকার, কর্মজীবী, ছাত্র, শিশু, বৃদ্ধ, বয়স্ক
রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিজ্ঞজন
ধনী-গরীব, মধ্যবিত্ত, অসহায়, ছিন্নমূল,


বাস্তাহারা, নদী-ভাঙ্গা, পথচারী, সন্ত্রাস,
চরমপন্থী, সর্বহারা, চোর-ডাকাত, মদ্য
নেশা বিভোরতা, নারী লীস্প অপরাধী
তাহলে আইন কেন সমাজ বুকে রাষ্ট্রীয়?


কেন এতো পুলিশ-সামরিক প্রশাসন।
নিরাপত্তাই যদি না থাকে মানবতাবাদী'
সমাজ ব্যবস্থা; তবে কেন ব্যয় অর্থের
সরকারী সরকার রাষ্ট্র শৃঙ্খলা সভ্যতা?


একটি রাষ্ট্র ও জনগণ কি চাই নিরাপত্তা
হে তাই তো চাই; সরকার ব্যবস্থা শৃঙ্খে!
কেন জন্ম নিবে ছিনতাইকারী সমাজ বুকে?
প্রশাসন সন্মুখে ঘুরে বেড়ায় ছিনতাইদল!


প্রশাসন থাকে নিরব; এখানে কবি নিরব
হতাশা মোবাইল হারায়ে দিশেহারা হৃদ!
ঈমান বিবেচনা রক্ষা বড়ই দায় সমাজে
নিরাপত্তাহীন জীবন চল ওরা সন্তান ওরা
কে, কেন কোন পরিবার, সেই কি ঠিকানা?
×××××××××××××××××××××
বাণী: চরম অভাব বোধ করি! মানুষ মানবতাবাদীতার তরে। সমাজ ও সামাজিক কিসে গঠিত? সভ্যতার বিকাশ লাভ বিশাল প্রলাপ বাক্যালোচন। কে আছে এমন মানবতায় মানব শিশু সন্তান নিচ্ছেন দায়িত্ব সামাজিক মর্যাদাপূর্ণ পূর্ণবাসন ব্যবস্থা এই সমাজ বুকে। পথ চলতে দেখতে পাই বেশ সামাজিক কর্মকান্ড সাইনবোর্ড। তাহলে কেন এতো ছিনতাইকারী ও অপরাধী সর্বহারা পথচারী ছিন্নমূল? যা হোক না কেন, সব কথার এক কথা শোন ছিনতাইকারীরা ও অপরাধ জগতের তোমরা! জীবন তোমাদের নিজস্ব, নয় অন্যের। 'জীবনটিকেই সুন্দর ভাবে সাঁজাতে সঠিক পথ বেছে নিবে। কঠোর পরিশ্রম বিনিময় সভ্যতার পরিচয় বহন করবে। দেখবে তুমি ও তোমরাই আমার মতই সভ্য জীবন পাবে। বিধাতা অবশ্যই ভাল কাজ ও সঠিক জীবন ব্যবস্থায় সকল মানুষের পাশে সব সময় থাকেন এবং তিনি তাই চান।