ঐ সকল মানুষেরা কেন যেন কেমন করে
কিসের নেশা ছুটছে তারা?
বলছে কত কথা মনে হচ্ছে ওরা সুবুদ্ধির
দেখা অকারণে কন‍্যা দান।


হায়রে মানুষ তোমরা কি দেখতে পাওনা
যাকেই করলে হ‍্যায় কাল!
দেখবে অন‍্যত্র তুমিই হয়েছ ঐ'একই ফল
হায়রে মানুষ হয়ে কেন'রে!


পরকে করলে সচেতন মনটিতেই বিকৃত
ভাবনা অপকর্ম কুবুদ্ধি হতকর্ম?
ভবিষ‍্যৎ জীবন ধ্বংস করে ছুটছো ভ্রান্তে
বিপথগামী বেমানান হৃয় প্রাণ।


এতো অস্তির এতো লোভ বিচলিত মন
বিলাপ দিশেহারা জীবন চলন!
উতলা ভাবনা উড়ন চন্ডিদল এক সময়
দেখবে এক সময়ে দলছুট।


পাশে থাকবে না যৌবনের অকর্ম চাওয়া
মনোরঞ্জন অধিক তৃপ্তি আশা।
ভাল আর মন্দ জিহ্ববা বোঝে স্বাদ সেই
বুঝ না পায় যদি মানুষ হয়ে?


তবে কেন এমন মানুষ নাম অপকর্ম ভুল
সভ‍্যতা বিলাপ বিকাশ জীবন।
মানুষ মানবতা কোথায় থাকবে সেই কথা
কেন মানুষ হিসাব অবজ্ঞা?


ওরা কি আসলে মানুষ; তবে কেন করছে
অন‍্যায় অত‍্যাচার নিপীড়ন মন?
ভাবতে অবাক লাগে অসভ‍্যতারই প্রকাশ
ওরা কেন এমন করে?


সুন্দর জীবনের পথ এক অসাধারণ চাওয়া
মানুষ মানুষের জন‍্যেই কল‍্যাণ।
উষার আলোতে উদ্ভাসিত ঐ'শৈর্য‍্য মনটির
প্রাপ্তি যেন কল‍্যাণী কামনায়।
**************************
বাণী: মানুষকে কখন খেলনা বানায়ে খেলনার পুতুল হওয়ার জন‍্যে আল্লাহ্ সৃষ্টি করেন নাই। মানুষকেই জ্ঞানের আলোয় আলোকিত হতে জ্ঞান সুঅর্জন করে প্রকৃত মানুষ হতে হয়। আর সেই জ্ঞানের আলোতেই জীবন আলোকিত করে মূল‍্যবান হতে হয় সমাজ বুকে। অন‍্যথায় নয়।