সবুজের সমারহে মাঠ প্রান্তর
এই দেশ আমার বাংলাদেশ।
এ'দেশ আমাদের বাংলাদেশ
কে এমন রয় দেশ শত্রু দল!


চিরণী অভিযান করি সর্বক্ষণ
মন মাঝে রয় রক্ষা দেশ প্রাণ।
আমরা সবাই এক মাতৃভূমির
আকাশ আমাদের নিজস্ব সত্ত্বা!


দেশ মিত্র সকল জ'না আমরা
করবো না কোন হানাহানী মন।
এই দেশ বাংলাদেশ আমাদের
সাঁত চল্লিশ ভাষা আন্দোলনের..


মধ‍্য দিয়ে বায়ান্ন চূড়ান্ত বিজয়
আমরা বাঙ্গালী মাতৃভাষা বাংলা!
একাত্তুর স্বাধীনতা যুদ্ধে বিজয়
সেই বিজয় যে সকল শত্রুদেশ!


সেই দেশের সহিত নয় আপোষ
তোমরা দেশ জনতা রাজনৈতিক!
দল করো রাজনীতি দেশাত্মবোধ
এমন কোন নেশা বেহুশ নেতাদল।


কোন নেশায় মত্ত্বে বিবেক ধ্বংসে
যত বড় কথা বল জনসমূদ্র‍ সভা
আসলে কি ঐ'কথা কর্ম করবে কি?
পালনে রহিবে কি সভ‍্যতা বিলাপ।


না কি নষ্টামীতে রত থাকবে নারী
কেন'রে তোদের চরিত্র কেন দোষ।
মা বোন সকলেই নারী কে নেতা
নেতা হলে হতে নারী-অর্থ লোভী?


সামান‍্য নেতার অনৈতিক চরিত্রের
ধারণ থাকতে হবে আজীবন আসন!
সেই বাসনায় দেশ রসাতল ফেলে
ষোড়-যন্ত্রে লিপ্ততায় জড়িত নেতা।
********************
বাণী: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলার সকল আপামোর জনতা এক হয়ে চিরণী অভিযান চালায়ে শত্রুমুক্ত রাখা। তবেই দেশ জনতার স্বার্থক দেশ প্রেম জনসমষ্টি। এমন দেশ প্রেম জনসমষ্টিই ত দেশ চায়। আর সেই সকল সন্তানেরাই দেশ প্রেমিক।