এমন মানুষ চাই; যে মানুষের স্বভাব ভাল'
                      সেই সকল মানুষেরাই চরিত্রবান নৈতিকতা।
মানব সন্তানের জন্ম নিষ্পাপ এটাই চিরসত্য
                      শিশুমন অবুলা কথা অসাধারণ মুগ্ধতা সুউচ্চ।


বিনোদন দেয় জন্মদাতা-দাত্রী আপনত্ব সকল
                      ওরা শিশুমন সত্যই অবুঝ; বুঝে দাও সময়!
হবে জ্ঞানী যতই করুক পাগলামী শিশুমনটি
                       ওরা শিশু! ওরা আমাদের সন্তান! ঐ'দেখা'


সুন্দর মুখখানাটি শিশুর অপলক নয়ন হাস্য
                      ফোঁকলা মুখ কত উজ্জ্জ্বলতা মাখা মায়াময়।
ওরা আগামী দেশরত্ন ভবিষ্যৎ কর্ণধর সেরা
                       আমরা প্রবীণরা থাকবো না যখন ওরা থাকবে।


প্রজন্ম-প্রজন্মান্তরের, তাই তো তৈরি করতে
                        ধীরতা মনস্থির প্রবীণেরাই পারো সংকল্পে।
ওরা শিশু বেড়ে উঠবে একদিন সমাজ বুকে
                        সুন্দর পরিবেশ তাই তো দিতে একমত চাই!


সত্য-নিষ্ঠা-পরপোকার-ওয়াদা রক্ষা-আদর্শ
                        সভ্যতা বিকাশ লাভ অনুশাসন অনুপ্রেরণায়!
মূল্যবোধ তৈরিতে থাকবে মন-প্রাণ-আত্মাটি
                        সেই রূপ শিখবে গড়তে পরিবার প্রবীণ হতে।


যেমন পরিবার তেমন সমাজ মা-বাবা-সকল
                        যেন আপন ভূবণ চেতনা সবই ঊষার আলোক।
এমন করেই গড়বে জীবন ঐ'শিশুকাল থেকে
                        বড় হয়ে যেন কোন লোভ লালসা বেসামাল নয়!


সংবরণে রইবে ঐ যে ভিত্তি স্তর গঠন পরিবার
                        সেই না তারাই মনমাঝে চরম সত্য ওয়াদার।
রূপ-রূপী প্রকৃত যোগ্য মনুষ্যত্ববোধ শক্তিতে
                        ওয়াদা রক্ষা পায় ঐ সকল মানুষ মনুষ্যত্বেই।


ওয়াদা রক্ষাকারী-কারিনী হল সমাজ সেরা
                        অসাধারণ লোভ-বিহীন-অপূর্ব সুন্দর মনুষ্য!
সকল মানুষ তাকে ভালোবাসে শ্রদ্ধ্যায় ভরে
                        বিধাতাও পছন্দ করেন নিজ আপন শোভায়।
×××××××××××××××××××××××××××××××××××××
বাণী: মুক্ত মন মুক্ত আকাশ! তেমন করেই মানব মনটি তৈরি করতে হবে মানুষকেই নিজ হতে সুন্দর স্বভাব-চরিত্র গঠনের মাধ্যমে। ঐ সকল মানুষেরাই ওয়াদা রক্ষায় কখনও বরখেলাপ করে না। ওয়াদা বরখেলাপকারীরা হল আল্লাহর অভিষাপ ও পাপিষ্ঠও বটে।