মানুষ হবে মানুষ মত মানুষ
প্রকৃত পক্ষে জ্ঞানার্জনে!
সেই সকল মানুষেরাই উত্তম
নিজ বুদ্ধি মত্তার পরিচয়।


সুবিবেক-বিবেচনা থাকা চাই
এমন মানুষরাই বিবেচক।
পাগল পড়া দিশেহারা ওরাও
যে এই সমাজ ভূক্ত মানুষ।


প্রকৃত মানুষের বসবাস একত্রে
অস্বীকার করার নয় তো!
ভাল আর মন্দ নিয়েই সমাজ
বিধাতার দয়ার দান মানুষ।


বোকা-পাগল-আতপাগল-বেহুশ
সব মিলায়ে সমাজ ব‍্যবস্থা।
সমাজের মানুষ ভাল-মন্দ সব
মিলায়েই তাই বলে কি...


অসৎ লোকেরা দলাদলিতে রত
একে অপর গিবতে লিপ্ত!
হোক-শিক্ষিত না অল্প-শিক্ষিত
জ্ঞান আর বিবেক বিসর্জন!


কোথায় ওদের শিক্ষা-দীক্ষা রয়
সব থাকে অজানা মস্তিস্কে।
অপকর্মে লিপ্ত থাকে দলবল ওরা
কেন এমন করে রয় অজানা?


ওরা শিক্ষিত ও রা বেশ কর্মটর্মের
বিবেক রয়; তারপরেও ওরা..
মিথ‍্যা-রটনা অপ্রচার বিবেকহীনতা
চুরির মত কর্মকান্ডে লিপ্ততা!


নেশাগ্রস্ত এমন কোন কাজ নেই যে,
করতে পারে না জীবনন‍্যাশও!
ইন্দন দেয়-নেয় কত খুঁশি ক্ষতিমন
বেশ চল আনন্দ সেই মানুষরা...


নামাজ পড়ে ধর্মীয় উপাসনালয় যায়
লেবাজ সেরাজন দেখা বেশ!
ওদের মত হয় কি কেউ এ'জগৎ টিতে?
একদিন সময় বলে দেয় ওদের!


ওরা কে বা কারা কি পরিনতি হয় ওদের
দেখা আমার চোখে দেখা ভয়ংকর!
যাদের সাথে দলবলে করেছে বদমাহিশী
সেই তাদেরই রোষানল স্বীকার ওরা।


শেষ মেষ কর্মচ‍্যুতি দিশেহারা দলবলেরা
সময় নাকি কথা বলে দেখা পাপী!
কেন মানুষ হয়ে এমন কর্ম করলো তারা
পক্ষপাত মহাপাপ ধ্বংস অবশেষ।
************************
বাণী: মানুষ যখন অমানুষ হয়ে পড়ে। তখন ঐ'সকল অমানুষেরা সংঘবদ্ধতায় খুঁশি মনে অপর ভাল মানুষদের বিপক্ষে নানান রকম হয়রাণী মূলক অপকর্মে লিপ্ত হতে থাকে। আর ঐ'রকম মানুষেরা তাদের শেষ পরিণতি (ধ্বংস) না হওয়া পর্যন্ত ক্ষ‍্যান্ত হয় না। যা মহাপাপ পক্ষপাতই অবধারিত।