একদম প্রাণের টান
ভাল বাসার কবিতা।
প্রিয় কবিগণ লেখেন
অনন‍্য চেতনায় প্রেম
একটি অতি উত্তমতা
যেন একটি বৃত্ত চক্র
আবদ্ধ। তার মধ‍্যেও
জীবনবোধের মিলন
একটি নির্ধারিত প্রেম
ছকে ঘাটবাঁধা ঐ'মর্ম
ভেদ। প্রেম একান্ত রয়
কেবল মাত্র স্বামী-স্ত্রী।
সেই প্রেম কথা রচিত
প্রিয় কবি কাব‍্য প্রকাশ
অতি সুন্দর মনোমুগ্ধ
অমন ঐ'প্রেমকাব‍্য চায়।
**************
বাণী: প্রেম পরিশুদ্ধিতা তখনই প্রকাশ পায়। যখন স্বামী ও স্ত্রী দীর্ঘ সময় সংসার করার পর এক সাথেই একত্রে একই ছাদের নিচে সারাটি জীবন অতিবাহিত করে। আর শেষ পরিনতি একেক করে দুনিয়া ছেড়ে পরপারে যাপন করে থাকেন। সেই প্রেমই আসল প্রেম। ইহা ব‍্যতীত পৃথিবীতে সকল ধরণ প্রেমই অবৈধ।