প্রেম বয়স বোঝে না; মন কখনো বয়স মানে না!
খুব সুন্দরী লাস‍্যময়ী নারী!
চোখ পলক মেলতেই লজ্জ্বা তারা করে দেখি রূপসী
কেমন যেন বুক ধূকধুূক ভাব!


নিজের কাছেই লজ্জ্বা সংযত সংবরণ বেশ বেসামাল
রসিক মন প্রাণ হ্নদয় শীতল।
শোভা ছড়াতে স্পন্দিত প্রেম জোয়ার অবলীলা খেলা
না যায় কাউকে বলা না দেখা।


এমন করেই মানুষ হতে হয় অসহায়ক খেলাঘর মন
আসলেই বিধাতার নিকট প্রশ্ন!
বড় সংকট অসাধারণ অপূর্ব অতি মহৎ চাওয়া-পাওয়া
প্রকৃত ধর্ম কি বলে অজানা চল।


জীবনবোধ রচনা শঙ্কা শেষ কোথায় জানি কি আমরা?
ধরণীতে চল মনুষ‍্য মান সুভাষ।
এই ভাল আর এই মন্দ পবিত্র আর অপবিত্র অসমান
যারাই করে আসছে ঐ'রুপ প্রেম!


সেই না তারা জগৎ খানা সভ‍্যতার বেড়াজাল ভেদ প্রাণ
প্রেমের কোন বয়স নেই; মানে না;
সেই তো আমরা নারী-পুরূষেরা এক সাথে চলা সংশ্বয়
নারীর প্রতি প্রেম ভাবনা কামনা ভাব।


বিধাতার বিশাল রহস‍্য ঘেরা অসাধারণ শোভা এ'ধরণী
সকল তরে এক এক একক প্রেম চল।
আকাশ খানা মানবতায় নিবেদিত কল‍্যাণ চেতনা সভ‍্যে
নারী একক সত্ত্বা সত‍্যই প্রেম নিবেদিত।


নারীর শরীর রূপ গঠন পঠন মুখ-মন্ডল-চোখ-নাক-ললাট
ঠোঁট-চোখ-পাপড়ী-ভ্রূ-হাসী-মাথার হেয়ার!
পোশাকের মেসিং আকর্ষণীয় কান সাথে মেসিং দূলজোর
নাক-নলক-চল যেন হেলেদূলে রূপসী কন‍্যা।


কেউ কি আছে এমন পুরূষ না পারে অদেখা সে সুপুরূষ
প্রেম আকর্ষণ শুধুই টান টান অদেখা অস্তিরতা।
অন্তজামী যদি বোঝে বিধাতা দেন হয় বৈধ দেখা নয় অ..
"প্রেমের দেখি কোন বয়স নেই" সত‍্য অপ্রীয় প্রেম!
**********************************
বাণী: প্রেমের কোন বয়স নেই কথাটি সত‍্য বটে। তাই বলে যখন তখন প্রেম যদি মন ও শরীরে দেখা দেয়! তা প্রকৃত পক্ষে প্রেম নয়, করা যাবে না। করলেই যাযাবর জীবন-যাপন ছাড়া আর কিছুই নয়। সেই জন‍্য অপ্রীয় প্রেম যখন মন ও শরীরে দেখা দিবে। বুঝতে হবে শয়তান ভর করেছে। প্রেম নামক সর্বনাশা পবিত্র মনটিকে ধ্বংস করার ন‍্যায় সুখ-শান্তি বিনষ্ট করে যাযাবর জীবন যাপনে অতিষ্ট করার পাঁয়তারা ছাড়া আর কিছুই নয়।