এলো রে এলো শোন সকলেই
                   পবিত্র মাহে রজমানুল মুবারক
প্রথম দশে খোদার রহমত পূণ্য
                    সমস্ত মুসলিম জাহান জাতির।
প্রথাগত ধর্ম-ধর্মীয়-শোভা-মর্মার্থ
                    আহা! কত সুখ-দুঃখ অনুভূতি!
কষ্ট-বেদনা-মমতা-অঘুমা-ঊঞ্চ
                    খুশবু রোজা জাগ্রত অনন্য শোভা।
সিয়াম সাধনা ব্রত:আপন হৃদ
                    দেহ-প্রাণ-অন্তর-স্পন্দন-রুহু!
তারিত ভাব-গাম্ভির্য-মানবতা
                   শিক্ষা পাই মহান অন্তঃধামেই।
সত্যকে সত্য জানা কষ্ট তৃপ্ততা
                   নৈতিকতা গঠনে সেরা আদর্শ।
ভাগাভাগী একে অপরের সুখ
                   পাশে থাকবে সহায় সহায়ক;
জীবন নামক দয়ার্থ মানবতা।
                   সেই প্রেরণা মানবতায় রোজা
অত্যান্ত আপনত্ব শিক্ষা-দীক্ষা।
                   প্রথম রোজার তাৎপর্য শেষে
একেক করে দশটি রোজা ঐ'
                   শেষে আজিকে দ্বিতীয় দশের
প্রথম রোজার প্রথম দিনেরই,
                   শুরুতেই বলি হে আল্লাহ্ কর
রক্ষা! ভাল ভালাই সহি শুদ্ধ;
                   সামনে রোজা গুলি পালনে
তৌফিক দান করিও আমায়।
                   সাথে সকল উপযুক্ত মুসলিম
জাহান মানব জাতি প্রথাগতে।
                   সেই প্রেরণাতিত আত্মঃশুদ্ধিতা
দিও আমাদের যেন পবিত্রতা
                   পেতে পারে আমাদের হৃদয়
পরিপূণ্যতা খোদা ভৃতি শর্ত
                   এ'জীবন হয় প্রকৃতই মানব
আশরাফুল মাকলুকাত সেরা
                    হে বিধাতা তোমারই মানুষ।
সৃষ্টির উত্তম জীব এ'জগতেরই।
                    পরিপূণ্যতা দান কর সিয়ামে
দ্বিতীয় দশ রোজা শুরু-শেষ
                    সহি ও শুদ্ধতায় ভরা পূণ্যে।
ভুলে ভরা লোভ-লালসাবৃত
                    আমাদের মানব জীবন চলা।
মাফ করিও সমস্ত অপরাধ
                     যেন না করি ভুল এ'ধরাতে।
সেই ওয়াদা রেখে পালনে
                    হও তুমি সহায় মানব জীবনে।
পণ করলাম তোমার নিকটে
                    সহি-শুদ্ধ-সিয়াম-পালন-রক্ষায়।
পরিশুদ্ধতা-আত্মানুভূতি-ভয়-
                    মন-প্রাণ-চোখ-হৃদ-স্পন্দনের।
হতে পারি যেন অনন্য মানুষ
                    উত্তম জাতির মানুষ মানবতা।
×××××××××××××××××××××
বাণী: মানুষ তখনই আল্লাহর পরিপূর্ণ নৈকট্যতা লাভে ধন্য হয়, যে মানুষগুলি সমস্ত লোভ ও পাপ কার্য হতে নিজকে দূরে সরিয়ে রাখার প্রচেষ্টায় একনিষ্ঠতায় জীবন-যাপন করে থাকেন। যারন্যায়, শত-কষ্ট-বাঁধা-বিপত্তিতেও আদর্শ-শততা-ন্যায়-নীতি-সভ্যতা বজায়ে কোনই অনিয়ম করেন না। সেই মানুষগুলিই আশরাফুল মাখলুকাত ও সৃষ্টির সেরা জীব। অন্যথায় নামে মাত্র দেহ গঠন' গড়ন রুপধারী মানুষ নামক প্রাণী ছাড়া আর কিছু নয়।