পনের;
প-তে পড়তে হলে পড় মনোযোগ সহকারে
ন-তে নেই কোনই সংশয় সেই মনে হবে বড়..
র-তে রইবে জীবনের সেই চেতনা আপন করে।


মিনিটের;
ম-তে মিনিটের সময় মূল‍্যও মানবকে দিতে হবে
ন-তে নিয়ম মেনে করলে কাজ হবে না অনিয়ম
ট-তে  টাইমের নিষ্ঠার কোনই বিকল্প নাই যে
র-তে রক্ষায় থাকতে হবে ধীর প্রত‍্যয়ী।


কবিতা;
ক-তে কবিতা লিখতে হবে মানবতার তরে
ব-তে বাক‍্য গুলিকে সুন্দর ভাবে সাঁজায়ে
ত-তে তারুণ‍্যের উচ্ছাসে জাগ্রত হতে হবে।


সেই তরে পনের মিনিটের কবিতা  বিশ্লেষণের
অর্থবোধকতাতে রয়ে মানবের মন হতে হবে
দীপ্তমানের অপূর্ব মননের অসাধারণ উৎসাহ'
ঐ চেতনায় বিমোহিতের প্রেরণা পেয়ে থাকে।
===×××===
===×××===
বাণী : একটি পনের মিনিটের কবিতা লেখা সহজ বটে! তবে মূল ভাব একটি কবিতায় আনতে সময়ের প্রয়োজন হয়। সময় ব‍্যতিত ভাল কোন কর্মে সঠিক সফলতা মানব জীবনের প্রকৃত অর্জন সম্ভব নয়।