পরিবেশ কাকে বলে?
কেমনে কিসের পরিবেশ তা রয় কি জানা?
পরিবেশ সামাজিক রূপ;
মানুষের রয় অনেক ধরণ সর্বত্তোম পরিবেশ।


প্রাণি জগৎ এর পরিবেশ;
গাছ-পালার বিচরণ সুন্দর বনায়ন পরিবেশ
পশু-পাখি-কীট-পতঙ্গ-বাস।
জড়-বস্তুর পরিবেশ নিরাপত্তা সংরক্ষণ স্থান।


অফিস আদালত দস্তাবেজ;
সকল কালের সর্বত্তোম সেবা চায় সেথাবাস
যথার্থতা প্রাপ্তি সবই মানুষ!
মানুষ হতেই পেয়ে থাকি উক্ত সমস্ত চাওয়া।


তাই তো মানুষকেই হতে হয় সর্বত্তোম সেরা
মানুষ হবে পরিবেশ কল্যাণী!
কামনা থাকবে একদম অনন্য সুন্দর মনুষ্যত্ব
রক্ষা পাবে পরিবেশ যথার্থতা।
×××××××××××××××××××××××
বাণী: প্রাণ আছে মানে প্রাণী! জ্ঞান-বুদ্ধিতে সেরা সকল প্রাণি কূলের মধ্যে মানুষ। আর সেই মানুষকেই এই জগতে যা কিছু দেখাতে পাই। সমস্ত কিছুই আল্লাহ্ হেফাজত করার দায়িত্ব দিয়েছেন সুবুদ্ধির মানুষকে নিরপেক্ষতা অবলম্বন করে আমানত হিসাবে সুন্দর পরিবেশ রক্ষা ঈমানদ্বার মানুষ।