এই সমাজে একই পরিবার ভুক্ত মানুষ বসবাস
সেই সমাজে এমন পরিবারের বাস কল্পনাতীত;
ভাবতে অবাক লাগে ওরা কেমন মানুষ পরিবার?
একই অন্য খায় পড়ে; একই খাটে ঘুমায় যারা।


সেই একজন আরেক জনের সাথে করে হিংসা!
ঐ'পরিবার কেমন পরিবার, কেমন মানুষ ওরা?
কেহ কোলের; কেহ পিঠের; কেহ কলিজ্বাটুকরা;
কেহ আবার পর; চোখ মেলে তাকাতেই তিরিং।


খাওয়া, পোশাক পরিধান করে, পড়ালেখা করে,
গল্পগুজবে সরাগম, আনন্দ-ফূর্তিতে মশগুলের।
কেহ লেখাপড়ায় ভাল; কেহ মন্দ; কেহ পছন্দের
কি যে এক হ-য-ব-র-ল-প-রি-বা-র-কারবার।


আবার কেহ কারো প্রতি চরম হিংসা পরিবার
একজন অপর জনাকে দেখাতেই হিংসাত্মক!
কোন অপরাধ থাকে না মানে দেখতে নারীর
চলনে বাঁকা; হাসিতেও দোষ; হাটতেও দোষ।


এমন করেই করে থাকে হিংসা যা অকল্পনীয়
না যায় সমাজে কারো নিকটে বলা না সওয়া।
হায়'রে মানুষ; দু'দিনের দুনিয়া; রং ফুরালেই
ঠুস! একটি পরিবার নয়তো কোন হিংসা মন।


সকলেই মানুষ' সকলেই আপন জন কেহ নয়
পর, কেহ নয় কাছের, কেহ নয় দূরের, প্রাণত্ব
প্রিয় জানলে পাশে পাবে একে অপর জনা'কে
এমন কোন কর্ম করবে না পরিবার ভূক্ত সব।


যেন জীবন সাহান্ন চরণ কখনও দেখা দিবে
যাকে জেনে ছিলে ভাল; সেই না হয়েছে পর!
নেই সেই ভাল জানা, আর যাকে করেছিলে
হেলার ভেলায় ভাসায়ে খেলা' সেই আপন।


ঠেকাতে যেতে হয় তারই নিকট মনটি ছোট
করে, তবে কেন করবে মানুষ বাদ-বিচার?
এ'দুনিয়া বড়ই আজব দুনিয়া শোন মানুষ!
পরিবার রক্ত কণিকা বিজরিত সন্তানেরাই।


কখনও কাউকে কেহ পর না জানা হিংসা!
রোষানল, নিজ যোগ্য না হলে হারবে সব'
যাকে ঘৃণা করেছিলে একদিন তার নিকট
যেতেই হবে জেনে রাখ পরিবার হিংস্যুট।
××××××××××××××××××××
বাণী: একই পরিবার ভূক্ত মানুষ, একে অপরে সহজ-সরল না হওয়ার কারণেই জটিল জীবন পথ অবলম্বনে ধাবিত হয়। কেহ বিধাতার নিকট পানা চেয়ে সঠিক পথ পেয়ে সুখভোগ জীবন-যাপন করছে। আবার কেহ বি-পথ-গামী হচ্ছে। যা পরিবার সঠিক পথে ধাবিত হওয়ার পিছনে অন্তরায়।