কে তুমি বল আমায়
কোন নামে ডাকি!
সেই নামটি বল তাই
চিনতে পারি কি?


কেন এসে ছিলে আজ
কত দিন অদেখা!
এতো দিন পরে এলে
বাবা-মা ভাল আছে?


বাড়ির সকল ভাল আছে?
অনেক কষ্টে এসেছো।
এসো ড্রয়িংরুমে বস দেখি
শুনবো তোমার গল্প।


কত দিনের অদেখা মুখটি
আজ হলমাত্র দেখা!
তুমি আমার হৃদ আতস্ত
তৃপ্তি লাগে দেখাতে।


তোমার মা কতটা আপন
ভাল লাগাও বটে।
একসাথে পড়ালেখা চলা
তুমি তার সন্তান!


যেন কতটা আপন লাগছে
মন শোভায় ভরপুর।
সুন্দর এক অপূর্ব চেতনা
ঐ পরিচয় খালামনি।
××××××××××××××××
বাণী: পবিত্র মন আর পবিত্র আশাতে পরিচয় যখন সত্য-নিষ্ঠার শিষ্ঠাচার ভরপুর। সেই সকল সুন্দর স্বভাব গড়া মানুষেরাই দুনিয়াতে সব সময় সুপরিচিতি লাভে ধন্যতা পায়। ঐ'সকল মানুষেরাই সমাজ বুকে অসাধারণ চরিত্র গুণের অধিকারী সভ্যতা বিকাশ মানুষ।