কাহারোও সুন্দর মুখ দেখলেই মুগ্ধ না হওয়া
সুন্দর মুখখানা সাময়িক ভালো লাগলেও সেই!
যেন মুখোরোচক মাত্র। মনে রাখবে প্রত‍্যেক ঐ'
লোক সমাজ সেরা অনভিপ্রেত জাগ্রত জাতিতে।


আপন আর পর সব যেন অমূলক চেতনার্থ রত্ন
সুন্দর খোঁজে অবশ‍্যই আরো সুন্দর পথিক রাজ
নিজের সফলতায় থাক না যাই তাই নিজে চাই;
বেশ তো হাই ফাই আরো কত কি' চলি প্রেরণা।


নিজস্ব যোগ‍্যের বাহিরে যেতেই চমৎকার মনন
অর্থ শূণ‍্যতা ভরণ পোষণ ছাড়া অন‍্য কিছুই নয়।
কারো সুন্দর বিছানা বসিবার পূর্বে ভেবে নিবে
আমি কি প্রকৃত পক্ষে জানি বিছানাটির মর্যাদা?


যে জন জানে নিজ জীবনের মূল‍্যতায় ভাবনার
সেই মানুষ গুলি ঊষা প্রাণ মর্ম জাগ্রত স্বচ্ছতা।
সকল জাতির সেরা মানুষ হতে চাই আমরা ঐ'
তবেই পারবো হতে কর্মগুণ প্রেরণা ব্রত:মনেই।


কারো সুন্দর মুখ; কারো সুন্দর বাড়ি সাঁজের
অপূর্ব রুপ সজ্জ্বার প্রেরণাতিত বিছানা পছন্দে।
কর পছন্দ তাতে নেই মানা! হও যোগ‍্য সমান
কর আনন্দ নেও সেবা; দিব সেবা! পরিচ্ছন্নে।


সেই সেবা পেতেই মনটি বলবে আমরা ঘাটের
কুল-কিনারার পেলাম বুঝি ঠাঁই! শতদল বল!
হাজার চাওয়া পাওয়া তার পরও অভাবই বৈই
মোদ্দা কথা যোগ‍্যানুসার মন পরিচ্ছন্ন বিছানা।
×××××××××××××××××××××××
বাণী: মানব মনটিকে কোন সুন্দর পিছনে না ছুটায়ে, নিজ জীবনকে গড়তে প্রচেষ্টা অব্যাহত রেখে, নিজ জীবনটি কর্ম জ্ঞানে আলোর ঝলমল ঊষাতে সাঁজাতে পারলেই হাজার কোটি সুন্দর; অপূর্ব সুন্দর; রুপবর্তী সুন্দর; সকল সুন্দর সেরা যোগ্য উপভোগ্য হতে পারা যাবে এই সমাজ তটে।