নিজ জ্ঞান অর্জন করলে
জানতে নিজ ঐ'জাগ্রতে।
জ্ঞানের আলোতে হলেই
আলোকিত প্রাণ স্বচ্ছল।
মনতে সকল আশা প্রেম
শোভা ভরা চলন-বলনে।

সকল জাতিতে মিলনে ঐ’
একে অপরে একান্ত বন্ধন।
নিজের জ্ঞানের আলো না
জ্বালায়ে! অন্যের আলোয়’
হতে মন আলোকিত হ্নদে।
অন্ধকার পথে যেন পা ঐ।

শিক্ষা হীন জীবন কখনও
পাবে না দ্বীনের নাগল ধরা।
আকাশ কুসুম ভাবনা প্রেম
প্রকৃত পক্ষের নিজ হাতের'
কর্মফল অন্যের দোষারোপ
নয়তো ঠিক কোনই যুগের।

অর্জনেই সুখ! প্রতিটি মানুষে
খুঁজে ফেরে অপর জনা ছন্দে।
একজনের কষ্ট বোঝে অপরে?
শুধুই বিলাপে মুখে বেহিসাব।
*****************
বাণী: মানুষ সঠিক হলে একনিষ্ঠতার সহিত সৃষ্টিকর্তাকে ডাকলে ও সঠিক কর্মে ধাবিত হলে অবশ‍্যই আল্লাহ্ সেই সকল মানুষের জীবনে নিজ হতেই কলাণ দান করেন। যা মানুষ জ্ঞানী হলে ধরে রেখে আজীবন সুখী জীবন যাপনে সৃষ্টিকর্তাকে একাগ্রচিত্তে স্বীকার ও তারই হুকুম আহকাম পালনে ও গুণকৃত্তণে স্বীয় কৃত-কর্মের মাঝেও ডেকে থাকবেন। যা একজন জ্ঞানী মানুষের নৈতিক ঢেলি রুটিন ওয়ার্ক।