এ কেমন খেলা নেশা চোর সমাজ
হতে চাই আমরা সমাজপতি।
কোথায় সমাজ ও সামাজিকতা রয়?
যেখান বিজয়-সেখান পরাজয়!


ধর্মের অপর নাম অধর্ম কর্ম ছড়ায়
ধর্ম কখনো অধর্ম বলে করো?
কেন'রে মানুষ আমরা এমনটি করি
কত যতনা মনে হতাশা প্রাণটি।


এমনিতেই মানুষ এ'ধরা বসবাসরত
এই হাসি এই কান্না হতাশমনটি।
শুভকামনা জানাতে অপর মন দুষ্টতা
শিষ্ঠাচার পায় কি শান্ত বিষ মন?


পরাজয় বরণ মানুষেরাও বেঁচে থাকি
কেন থাকি এমন স্বভাব প্রাণটান।
বিজেতাও থাকে বেঁচে হারজিত মনটি
বিধাতা সব বুঝ রেখেছেন মনুষ‍্যে।
**********************
বাণী: পরাজয় কখনো অর্জনে ঠেঁকিয়ে রাখতে পারে না। যদি থাকে প্রত‍্যয় মন মাঝে মানুষ হওয়ার স্বপ্ন। তবেই বিজয় অবধারিত পরাজয় হতে।