সমাজ এমন একটি জায়গা
জানতে বড় ইচ্ছা হয়।
কে জানাবে এমন রয়েছে
এ'ধরার বুকে বলবে?


কেমন করে চলছে মানুষ
কি কথা বলছে চায়!
এই ভাল তো এই মন্দরা
হাসি মুখটি ঐ'বেজার।


ঐ'পাড়াটিতে জেনে এলাম
একে অপর দিচ্ছে কষ্ট।
গাল-মন্দ পরচর্চা সরাগম
একে অপর দোষারোপ।


প্রতিবেশীরা পক্ষপাথ লিপ্ত
যার শক্তি অর্থসামর্থ!
সেই পক্ষপাত সৃষ্টিতে রত
হায়'রে মানুষ সমাজ!


ভাবতে আমায় অবাক লাগে
পররূপ চর্চা পরধন লোভ।
অর্জন অলসতা কর্ম অক্ষম
সেই তারাই অন্ধত্ব মন।


এতো ভয়ংকর রূপ সমাজ
কোন কোন ক্ষেত্রে ভয়!
শ্বাসরূদ্ধ দ্বার না যায় বলা
না যায় শৈয‍্য করা।


তার মধ‍্য দিয়ে বাঁচা লড়াই
অর্জন সৌভাগ‍্য গড়া।
চেতনা বিধাতা প্রতি হায়'রে
তথা-কথিত সমাজের।


হিংসা বিদ্বেষ অভাব-অনাটন
ঘর-বাড়ি জায়গা জমিন!
ভাগ-বাটোয়ারা জমিন আইল
ঠেঁলা ওরাই ধর্ম ভীরুদল।


সকল শয়তানি বিঘ্ন পেরিয়ে
আনতে ছিনায়ে বিজয়!
দেখবে সেই না মানুষ প্রতিবেশী
প্রশংসা কত কষ্ট-খুঁশি?
*******************
বাণী: পরাজয় বরণ সহজ নয়! সেই মানুষেরাই পরাজয় বরণ করে। যারাই নিম্নগামী চিন্তারত রয়। আর তারাই বিজয়ী হয়ে থাকে, যারাই পিছু লোক কিছু বলে না শুনে ছুঁটে চলে জীবন গড়ার স্বপ্ন বিভোরতায়। সেই না তারাই কখনো পরাজয় বরণ করে না। ঐ'সকল লোকেরাই বিজয়ী।