মমতাময়ী “মা” জননী এ’ভব তটে
এমন আপন পরশের গন্ধের শোভা
মিলানো অভিন্নের সেরা মেলা ভার
তুলনা আসে কি জীবন তটে অন্যে?

মায়েরই মত আমরা্ও বয়স এজগতে
পিতা-মাতা হয়েছি বটে নিয়ম-রীতি
খেয়াল এসেছে এ’ধরাতে নিজ সন্তান
বাবা-মা ডাকে ঝাপায়ে নেয় কোল।

মায়ের শাড়ির আঁচলে মুখ লুকায়ে
করে থাকে লুকচুরি কত যে খেলা
এমন আপন ভূবন মেলানো ভার
এ’জগতের যতই থাকুক না ছায়া!

ছোট-বেলায় স্কুল-খেলা-ধুলা শেষে
বাড়িতে এসে হাত-মুখ ধৌঁত সেরে
মায়ের নিকটে যেয়ে শাড়ির আঁচল
টেনে আলতো আলতো মুখটি মুছে.

কতই মায়াময় মমতার পরশ ভরা
মনে জেগেছে আপনত্ব ছায়া গভীর
মায়ার বন্ধন তটের সেই হৃদয় টান
রয় মায়ের পরশের সু'গন্ধ অতল।

*******************

বাণী : মায়ের মত আপন আর হয় না কেহ এই ত্রি-ভূবনে সন্তান হতে কেহ। তাই মায়ের আঁচলের পরশ গন্ধ মাতা-সন্তানের গভীর সম্পকের অতল। তুলনা হতে পারে না এৎজতের অন্য কিছুর সাথে।।