প্রতিবেশী জেনে রাখো তোমরা, আমি কি বলতে চাই;
তবে কানটি পেতে শোন সকলেই এই 'তোমরা-আমরা
সকলেই আপন জনা। ধন-দৌলত নিয়ে করিও কখনো
ঝয়-ঝামেলা। অহংকার-অহমিকা! আজ আছে কালের
বিবর্তন তোমার আমার প্রজন্মরা হয়তো হবে পথহারা।
নয়তো অনেক ভাল সুজ্ঞান লব্দের উন্নত মানসিকতার
তারা বুঝবে ন‍্যায় অন‍্যায় ভাল মন্দ ধর্মকর্ম সভ‍্যতাসম।


হয়তো বা একঘেয়েমী তোমাদের মতন হবে একশ্রেণির'
অবুঝ বোকা পাপী শয়তানের ছুলের সমাজ কলংঙ্কের।
হবেই তোমরা একদিন বিধাতার নিকট প্রতিবেশী তরে
জমিনের সিমানা ছোট করার মিথ‍্যা অপব‍্যাখ‍্যা গায়ের
জোর মূল্লুক সব তোমাদের হবেইহবেই একদিন শেষ।
সেই দিন আর বেশি দূরে নয়! দেখবে সাফারার হবেই
তোমাদের পরিবার প্রজন্মরা ঐ'সমাজ দিবে ধীক্কারধীক।


তখন আর্তনাদ করে কূলপাবে না কি করেছিলে অপকর্ম?
আজ মনে করছো হয়তো ঐ'প্রতিবেশী দূর্বল! আরে বোকা
শোন; এমন প্রতিবেশীর সাথে করছিস খেলা যে হল সত‍্য'
নিষ্ঠার সঠিক পথের পথিক। পথ চলে সঠিকতায় জীবন
ধন‍্যতায় এহকাল-পরকাল সকল তরে চেতনায় ব্রত:প্রেম।
প্রতিবেশী নয় সমগ্র মানব জাতির কল‍্যাণ চাই আমি সর্বত্র
সেই পরিবার সাথে জমিনের আইল সঠিক জায়গাতে না
রেখে আসছো চলে ঘরের কোণে? কেমন চরিত্র প্রতিবেশী?


এক সময় আমার দাদাভাই তোমাদের স্থান দিয়েছিল ফল
খেতে সহানুভবতায় তোমাদের ফলগাছ ছিল না বলে। ফল
খাবে জমিন ছেড়ে দিবে। সেই জমিন এখন দাবী কর। হাই
সভ‍্যতা বিকাশ কোথায় প্রতিবেশী তোমাদের? জমিন সঠিক
ভাবে মেপে নাও যতটুকু থাকে প্রাপ‍্য তা দাও প্রতিবেবীকে।
থাকো মিলেমিশে একে সকল, ভুলে যেয়েও না কখন তোমার
অতীত পরপোকার। সময় যেন দেখাসনা মেলে অতীত সাক্ষী?


এমন জীবন নয় তো আশা আহাজারীতেও শেষ হবে কি'ধরা
তুমি কি জান শত্রুতা করছো যাদের সাথে, তাদের যোগ‍্যতা
অর্থবৃত্তের প্রাচ‍্যূর্যতা সম্র্পকে? তাদের মান সম্মান কতগুণের?
সামান‍্য সঠিক জিনিসের প্রতি হিংসা মন চক্ষুসূল বেদনা ভর।
সেই হারাম জাদা প্রাণ হ্নদয় সংকূল অভিশপ্ত জীবন চলনে
এমন স্বভাব তৈরি। ছাড় নয়তো বিপদ বিধাতা হতে আসবে'
তখন থাকবে না কোন শক্তিধর প্রতিবশী ঢাল-তরবারী শক্তি।


হিংসার রোষানলে পুঁড়ে ছাড়-খাড় হয়েছে অতীত আপনেরা
জেনেও কেন করে আসছো এমন কর্ম-কান্ড, একে-অপরে?
সভ্যতা বিকাশ লাভ কি করে পাবে মানুষ হিসাবে জীবনটি?
লোভ-লালসা, পরচর্চা, হিংসা-বিদ্বেষ ছাড় আলোর পথ ধর!
নয়তো এমন সময় আসবে যে প্রতিবেশীর সাথে করেছিলে
এক সময় অন্যায়! তাদের সামনেই অভূক্ত থাকবে তুমিও
তোমরা; আহাজারীতেও দু'মুঠো ভাত এক গ্লাস পানি ঠাঁহর
হাবুডাবু খাবে ঠাঁই পাবে না এ'দুনিয়াতেই দেখা মিলবেই।
************************************
বাণী: একজন প্রকৃত মানুষ হিসাবে কখনো পাপী জীবন কামনা করাটা সঠিক নয়। যে সকল লোকেরা অন্যের প্রতি জুলুম ও নিপীড়ন করে ধন-সম্পদ লুটে-পুটে নিয়ে রাত্রী যাপন করাসহ পরিবার-পরিজন নিয়ে বসবাস করে দীব্বি লোক সমাজে দাম্ভিকতায় চলাচল করে থাকে ঐ;সকল প্রতিবেশী লোকেরা কোন অবস্থাতেই মানুষ তো নয়ই! প্রকৃত পক্ষে জানোয়ার স্বভাব পশু বলেই সম্ভব। ঐ;সকল লোকেরা মানুষ হিসাবে সামান্যতম জ্ঞানবোধ বলতে আছে বলে আমি মনে করি না।