পুরুষত্বের জাগ্রত জাতি সভ‍্যের
নারীত্বের শোভায় শোভিত প্রেমে
চোখের দেখায় শোভাতে মেলায়
পুরুষকে ভাবনা নারীর আকর্ষণ।


এমন করে কল্পনায় প্রেমাশুদ্ধের
যতবারই প্রেমাচরণ দেখবে চোখ!
শোভায় ভরা মনেরই ঊষাচরণের
হ্নদয় মাঝারে প্রেম ভাবনাজাগে।


সেথা যে’পরবাস সুউচ্চ সুভাসিত
চোখের দেখাতে প্রথম অন্তরহ্নয়!
আপনত্ব সেবাব্রত তব ভালোবাসা
পেতে-দিতে-মন-প্রাণ অস্তির রয়।


তখনই মানুষ দিক-বেদিকে ছোটে
প্রকৃতই ভালোবাসা অনন‍্য পথের।
হোক না বৈধ; হোক না অবৈধের
পেতেই হবে প্রেমশোভা অম্লস্বাদ।


সেই প্রেরণাতেই পুরুষ জাতিতে
আসবেই স্রোত গতিতে জোয়ার।
প্রেমিকার অসাধারণ রসাল অঙ্গ’
স্পর্শের স্পর্শকতা সুগন্ধি শোভা।


ন‍্যায়ের পথের থাকলেই সুশোভা
নয়তো অন‍্যায়ের পথের পথিকে’
হায়রে পবিত্র প্রেমের কথামালা
বেপথের পথিকে শোভা ছড়ায়।


মানব জীবনটিতে নেই কখনও
স্বস্তির অবসর ফুসরত ঠিকানা।
যৌবন জ্বালা প্রেমের ভাবনায়
দিশেহারা জীবন যৌবন জোয়ার।


প্রেম শোভাভরা মনের অনাদরে
নাপায় যখন নারী-পুরুষ মিলনে।
তখনই অস্তিরতায় ভরপুর মনটি’
কখনও সখনও স্বপনে দিশেহারা।