এই ছেলে শোন ; কোথায় যাও বলো!
বিনা প্রয়োজন কেন যাচ্ছ ধেঁয়ে?
ঐ'যে ঐ পাড়াতে রয় উঠোন্ত বয়সের
মেয়েরা রয়; চোখ পড়েছে তাই না!


চোখ সামলাও পাপ করো না ভাল হও
দেখবে ভবিষ‍্যৎ জীবন হবে সুন্দর।
সঠিক পথের নাগল পাবে সুন্দর দুনিয়া
মানুষের মতন মানুষ হও এ'ধরাতে।


প্রেম তোমার খুঁজতে হবে না কখনোই
তোমার যোগ‍্যতাই প্রেম যোগাবে।
এমন কর্মফল অর্জন করো সেই কর্মই
প্রেম জোঁয়ারে ভাসাবে সুখ নিয়ে।


বিথাপ্রেম মিথ‍্যা অভিনয় করে জীবনটি
অযথা ভেলার হিসাব মিলবে কি?
কখনো নয় যে সময় দিনক্ষণ যায় সেই
সময় আর দিন ফিরে আসে কি?


দেখবে অযোগ‍্যরা ও অবুঝেরা প্রেম করে
জীবনে কখনো সুখ লাভ করে না।
বোকারাই প্রেম করে অপরিপক্ষ জোঁয়াল
কাঁধে বহণ করে ভেজাল ঠেঁলছে।


না পারছে কাউকে বলতে না পারছে ছাড়তে
দিল্লিকা লাড্ডু বলে কথা বহনেই!
মিছা মজা অমৃত অমূলক সাধ বেদনা-বিদুর
হায়রে কপাল; পুড়াকপাল; চলছে।


প্রেম যদি হয় স্বগা! তবে কেন পাপ ভরা প্রেম?
ধর্ম কি বলে আগে শোন তবে মনুষ‍্য;
অবৈধ প্রেম মিলামেশা সঙ্গদোষ সর্বনাশা দল
সভ‍্যতা বিকাশ অন্তরায় এ'ধরা বুকে।


একজন প্রকৃত প্রেমিক কখনো নিজকে অর্জন
ব‍্যতিত প্রেমিককে করবে না প্রেম দান।
করবে তখনই; যখন হবে প্রকৃত অর্জন ধন-রত্ন
যোগ‍্যবান ভরপুর এ সমাজ ধরা বুকটি।


তখনই জীবন সাথী বলে প্রয়োজন কথা খুঁজবে
একঘর দশঘর দেখা পছন্দ-অপছন্দ;
সবমিলায়ে বিধাতার দরবারে ফরিয়াদ হে আল্লাহ্
দিও একজন উত্তম চরিত্র রমণী ধরা!


আমাকে আলোকিত করতে জীবন সাহান‍্যতায়
রেখো ভাল পরিবার পরিজন মিলায়ে।
সেবায় ব্রত: হই যেন একে অপর সমাজ বূকটি
প্রেম যেন সত‍্যই জাগ্রত জাতি উত্তম।
***************************
বাণী: বোকা ও গাঁধা-ঘোড়া ব‍্যতীত অল্প বয়সে কেউ কি কখনো প্রেমিক-প্রেমিকা সাঁজে না। যারা বোঁকা ও অপরিপক্ক জীবন কামনা করে সেই সকল অবুঝেরাই প্রেম করে।