কি লিখবো প্রেমের কবিতা
কিছুই তো ভাল লাগে না।
যারাই করেছে প্রেম বিবাহ
সকলকেই দেখা অস্তিরতা।


আঁধারে পোঁহায়ে কত উত্তাপ
ভয়-ভৃতির শেষ কোথা রহে'
থাকে সবই অজানা গন্তব্যের
তারপরও প্রেমিক-প্রেমিকারা!


মানে'কি কোনই বাঁধা-নিষেধ'
কত কথা বলে একজন অন্য!
যুগল-যুগলী হয় যেন একান্ত
থাকতে চায় না দূরত্ব বন্ধনত্ব।


একজন অপর জনাকে বলে
আরে তুমি আমার জান গো;
তুমি আমার প্রাণের জানটুস
তোমাকে ছাড়া জীবন অচল।


তুমি আমার ময়না-টিয়া-ঘুঘু'
তুমি আকাশের চাঁদ-তাঁরা সব।
হয় না তুলনা অন্যের এই দেখ
হৃদয় মাঝে বলছে শুধুই তুমি।


তোমাকে নিয়ে কত স্বপ্ন আঁকি
শয়ন-স্বপন-দিবা-নিশি-সর্বক্ষণ।
কি চাও বল তুমি; তোমার জন্য
সবই করতে পারি; হলে আমার।


সকল পথ-কথা-গল্প-চুকায়ে
প্রেম অবসান এক সময় হলেও
বাস্তবতা সংসার জীবন দেখাতে
কেন যেন সেই জীবন স্বপ্ন মিথ্যা?


প্রেমিকাকে বলে না ঐ সে'রকম
আপনত্ব একে অপর ভালো কথা।
একে অপরকে বলে তুমি থেকে
তুই-তোকারী কথা জীবনটি শেষ।


এই না কি প্রেমিক-প্রেমিকা মহত্ত্ব
লাগতো না কি কত ভালো নয়নে!
গেল কোথা সেই প্রেম প্রেম খেলা?
তাই তো আমি অনিয়ম অমন ঘৃণা!


জগৎ সংসার দেখতে পেরেই প্রেম
শব্দটাকে সুন্দর জায়গা হতে বলি
শোন; সকল যুবক-যুবতীরা শোন;
তোমরা মিথ্যা প্রেম মনে চলবে না।


জীবন যুদ্ধে জগৎ সংসারে হও জয়ী
বাঁধ ঘর; তারপর কর আশা মনটি
একজন রমণী আসবে ঘরে তোমার
বাসবে ভালো আপন হৃদয়টি দিয়ে।


আসবে না বিরহ উভয়ের জীবনটিতে
কষ্ট আসলেও হবেই বিজয়ী তোমরা।
সমাজ পড়বে না ক্লোহ-বিবাদ অসভ্যে
আঁচড় নোংরা স্বভাব দেখবে না প্রজন্ম।


কারো নিকট শুনতে হবে না অমানুষ
ওরা প্রেমিক-প্রেমিকা! সরগম নয়'
কোন দোকান-পাট আলোচনা শীর্ষে
তেমন জীবন প্রেম ভালোবাসা কাম্য।


অন্যথায় প্রেম বলতে নয় প্রেমিকেরা
হতাশা জীবনে কোন প্রেম নয়, প্রেম
হল সুন্দর জাগ্রত যোগ্য যোগ্যে মন
সেই প্রেম হল আসল; নকল নিষ্ফল।


তাই তো আমি প্রেম কবিতা লেখি না
চাই না লিখতে; পবিত্র প্রেমে যখনি
হয় একে অপর হেলায় ভরা কিচ্ছায়
প্রেম নিয়ে দু'টিকথা! সভ্যতা অন্ধত্ব।
××××××××××××× ×××××××××××
বাণী: প্রেম মানে নাটকের একাংশ পাট। যারাই নাটকের ছলে করে প্রেম কথা গল্প শলাকলা, ষোলকলা কল্পকথা। সেই সকল প্রেমিক-প্রেমিকারাই জীবন সাহান্ন্যে হচ্ছে দিশেহারা। যা রোধ করা একান্ত কাম্য। কারণ অনিয়ম-তান্ত্রিক প্রেম কখনও মানব জীবনকে সুখী করতে পারে না।