প্রেম আর ভালোবাসা সকলেই এক বলি
প্রকৃতই কি প্রেম শব্দের অর্থ ভালোবাসা?
আজ আর আমি সহমত পোষণ করছি না
প্রেম আর ভালোবাসা কখনো এক হয় না।


প্রেমের টানে দিশেহারা প্রেমিক-প্রেমিকা
যৌবন ঠেকানো বড় দায় এ'সমাজটিতে!
প্রেম অনুপ্রেরণা জাগ্রত মহত্ত্বতা স্বামী-স্ত্রী
কত কথা থাকে প্রেম যুগলে বলা বাহল‍্য।


ভালোবাসা জাগ্রত জাতিগত ধন‍্যতা পায়
পিতা-মাতা-সন্তান-সন্ততি-নানা-নানী-
নাতনি-নাতি-খালা-খালু-খালাতো-মামা
তো ভাই-বোন-প্রতিবেশি-প্রতিজন সকল।


প্রেম কখনোই ভালোবাসা হতে পারে না
ভালোবাসা ভালোবাসাই রয়; যে শব্দের
মহত্ব দরদ কদর মমতা স্নেহ মর্মভেদান্ত
বিশাল এক অন্তঃনিহিত সত্ত্বার স্বাধীকার।


ভালোবাসা মক্সে গেলেও ভেঙ্গে পড়তেই
পারে না। কখনো সখনো বিচ‍্যুতি ঘটলেও
আবার জোড়া লাগে। কিন্তু প্রেম এমন হয়
এতো প্রেম একবার ভেঙ্গে গেলেই শেষ।


প্রেম হল নাটক কতকথা কত সুখ-বেদনা
হাজার ঊষার গল্প শোনানো আজ-কাল!
দিগন্ত উন্মোচন যৌবন যখন রূপেই টানে
রূপ মধ‍্য ফাটল ধরে আর প্রেমও পালায়।


প্রেম আর ভালোবাসা কখনোই এক নয়
এই শব্দটি সকলকেরই জেনে রাখা চাই।
ভুল বহু-দিন যুগ-যুগ ধরে জন্ম-জন্মান্তর
প্রেম আর ভালোবাসা কখনোই এক নয়।
************************
বাণী: প্রেমে মরা জলে ডোবে না। প্রেম করেছিলেন ইউসুফ নবী! সেই প্রেমেতে জুলেখা বিবি! প্রকৃত পক্ষে কি সেখানে ভালোবাসা ছিল? না কখনোই ছিল না। সেখানে মহোছিল। এক সত্ত্বার প্রকাশ সেখানে নবী ইউসুফ আঃ এর মধ‍্য ছিল না। প্রকৃত পক্ষেই সমাজ ও সমাজ চেতনায় প্রেম ভালোবাসা শব্দের অর্থ গুলি ফেলেছি। যা শব্দগত অর্থবোধকতায় প্রেম ও ভালোবাসা শব্দটি সংশোধন যোগ‍্য। আসুন আমরা প্রেম আর ভালোবাসা দু'টি আলাদা আলাদা ভাবেই জেনে ব‍্যবহার করাটা বাঞ্চনীয়।