এক সময় মন ছিল এক অনন্যতায় ভরা
হায়-রে-মনে-পড়ে-সেই-ছোট্ট-বেলার
সেই ছোট্ট ছােট্ট ভাল লাগা ভাল বাসার
সেই মধুমাখা স্মৃতি'র কথা-কাকলির-কত-শত- হাস্যউজ্জলতার...


প্রতিটি চরণে চরণে যেন শুধুই ভাল লাগা মুক্তো ঝরা মায়াবতির
সুন্দর দাঁত গুলিতে যেন মাখা সেই দু'টি ঠোঁটের
স্নিগ্ধতায় ভরা সেই যে হাসির মুখখানী;
অপলক নয়নে নি:ষ্পাপ দৃষ্টি নন্দিত ভাল লাগায়!!!


আজও মনে পড়ে সেই ভাল লাগা ভাল কথা বলার
সেই উপদেশা বাণীর কতটা কাছে আসা কতই না
আপন করে জানায় রুপ নিয়ে ছিলে যে শুধুই সাধুতায়
আজ সেই দিন গুলি হারায়ে গেছে জোঁয়ার ছাড়াই স্রোঁতে।।


সময় এমনই এক স্বার্থপরতায়
কেন যেন স্বার্থপরতায় হার মানায়
রুপ যেন নেয় এক অন্য রকমের
ভবিষ্যৎ জীবনের আরো ভাল-মন্দ লোভ লালসায়।।


তাই তো এক দিন থাকে না সেই ভাল লাগা ..
আর সেই চিরচেনার ভালবাসার একান্তই আপনের
প্রেমিকের মন টানলেও টানে না প্রেমিক গার্ডিয়ানের
কত হিসেব-কিতেব নেই জীবন সংসার জাত-বেজাতের।।


হতে হয় পর; তবে কেন করি আমরা ভালবাসায়
অপ্রাপ্ত বয়সের এক আবেগময়তার স্বীকার
করি সংবরণ হই এক অনন্য অন্য জীবন গঁড়ার
স্বপ্ন বিভোরতার মান-দন্ডের কান্ডারী!!


আর করো না ভাল বাসার নাটক অপ্রাপ্ততায়
যা হবে না সহজে এক সময় মানতে চাবে না
অভাব অনাটান, বুদ্ধি গড়িমার টানে,
তোমার নেই যোগ্যতা এই বলে;


উভয় পক্ষের প্রেম ভাবনায় টান-পরনে
সমাজ হয় যে তখন খল-নায়কের বেসে
এক অন্য রকমের অপরাধ বোধের
তাই তো বলি প্রেম কাকে বলে?


সেই প্রেম নাই'রে আর আপন জন ভেবে
যেই প্রেম এনে দিল ভাল লাগা-ভাল-বাসায়
স্পন্দিতের এক অনন্যতায় ভরে শুরু করে যে সংসার
সেইখানেও শুনা যায় তোমাকে ভালবেসে বিয়ে করে


আমার জীবন হয়েছে যে সর্বনাশ
হায়রে-প্রেম-বিয়ে-ভাল-বাসা
এই-ভাল-বাসা-কোথায়-যে-শেষ।।
তাই তো বলি কাকে বলে প্রেম!!
এই-প্রেম-ভাল-বাসা-শেষ-হয়েও-হয় না-শেষ।।
          
===×××===


বাণী : মানব প্রেমে সংঘাত রবেই; খোঁদা প্রেমেও সংঘাত পাওয়া যাবে তবে আঘাত ও ক্ষতি নেই!! দু:খের পরেই বিধাতা সুখ এনে দেন মানব মন-প্রাণ ভরে।।