প্রেমের মন সব সময় জাগে
থাকে প্রেম ভরা সম শোভা।
ভালোবাসা থাকবে নয়ন জুরে
খোদা প্রেম জাগ্রত মন মানুষ।

আপনে আপন হ্নদয় অপরে
সহমর্মীতা সহমন এক মত।
একান্ত প্রেম পিতা-মাতা মর্ম
ভাই-বোন পরিবার সর্বে সম।

স্বামী-স্ত্রী এক অনন‍্য শোভার
এমন স্বপ্ন প্রাণ হ্নদ স্পন্দন।
হয় কি তুলনা অন‍্য কাহারো
সাথে, সে যে প্রকৃত প্রেমেই।

অভিনন্দন অভিবাদন প্রেমা
জীবন যৌবন জোয়ার স্রোত।
ঈদ পাবন উৎসব এক সত্ত্বা
সম্পর্ক পরিজন পরিবার মত্তা

সন্তানেরা ছড়ায় আলো রশ্মি
আলোকিত পরিবার মস্তবড়।
একটি পরিবার তখনই প্রেমি
যখন শিক্ষা-দীক্ষায় উজ্জ্বল।

কর্মগুনে আনে সুভাষ ছড়ায়
নিজ পরিবার ও প্রতিবেশীতে।
সেইসকল প্রেমই প্রকৃত প্রেম
সভ‍্যতা পায় বিশুদ্ধ সমাজের।

আসুন বুদ্ধিজীবী বিজ্ঞ জনেরা
প্রজন্মরা দেখুক আমাদের কর্ম।
নিক শিক্ষা অর্জনের অভিজ্ঞতা
ওরাও পরিচালিত হবে স্বজ্ঞান।

অমন করেই চলমান জ্ঞানের
আলো ছড়ায়ে আলোকিত হয়,
থাকে হতে জন্ম থেকে জন্মান্তর
তেমন প্রেম থাকবে মান জীবনে।
******************
বাণী: যতই মানুষ ঈদ আনন্দ করুক না কেন! প্রকৃত জনের মন ও হ্নদয়কে নির্বোধ আচরণ দ্বারা কষ্ট দিয়ে, তারই কষ্টার্জিত ধনের বুকে একদল বদমাহিশেরা জোট বেঁধে আমোদ-ফুর্তি করে থাকে। যা প্রকৃত পক্ষে সৃষ্টিকর্তা কি তাদের কর্মফলে বোধশক্তি হীন করে রেখেছেন। তাই তারা ভাল মন্দ বোঝার জ্ঞান হারায়ে দিশেহারা। যারন‍্যায়, অকৃতজ্ঞের মত নি'লজ্জ্বাবোধে নিজেদেরকে প্রকৃত উপকারীর উপকার অস্বীকার করা ছাড়া কিছুই নয়।