হায়রে প্রেম নামক ভালবাসা
এই কথাটি জানেই বা ক'জনা
বিধাতার বিধানে কি লেখা রয়েছে
আমরা মানুষরা করছে যে কি?
যা করণীয় নহে তাই তো করছি
হাসি ঠাট্টা ও মশকারাতেই!!!
হ্যাঁ প্রেম তো পবিত্রই যে প্রেম
ভালবাসা ভাল লাগা প্রেম নিরাপত্তা
যা সকল কিছুকে হার মানায়ে হয় যে
নি;স্বার্থক ও অম্লান নির্ভরশীল ভালবাসা
একটি পরিবার হতে এই ভালবাসায় হয়ে
সিক্ত সেই প্রেমেই হলে মত্ত তবে কেন
হবে না প্রেম নামক পবিত্র শব্দমালাটি'র
চমৎকার ও আত্ন:শুদ্ধিতায় প্রেম পবিত্র।।
পড়া-লেখায়, কাজে-কর্মে, চলা-ফেরায়,
কথা-বার্তায়, বিশ্বস্ততায় এক মানুষ হতে
অপর মানুষের লেন-দেনে ন্যায় পরায়ণতায়
পাবে যে প্রেম ভালবাসা ও ভাল লাগা যা
কখনই শেষ হবার নহে!!
মন-প্রাণ ভরে সুগন্ধির সুভাষ নিবে আপন মনে
দেখতে পাবে ও নিজেকে জানতে নিজেই বলবে
প্রেম কি যে পবিত্র আহা!! আ!!
===***===
===***===
বাণী : যে প্রেমে বিশুদ্ধতা থাকে না সেই প্রেম কখনই পবিত্র হতে পারে না; অনিয়ম-তান্ত্রিক মনের গতির চাহিদায় নহে প্রেমের টান! প্রেমের টান হবে প্রকৃত চাওয়া ও পাওয়ায় জীবন গড়ায়; তবেই তো মানব জীবনে স্বার্থকতা পাবে পবিত্রতা।।