আসলেই প্রকৃত পক্ষেরই মনে'
মানুষ কি হতে পারে খারাপ?
প্রকৃত ভাল মানুষ ক'জনা আছে
এই সমাজে? জানা আছে কি?

আগে যাও বা ছিল তাও এখন
শেষের দিকে প্রজন্মের মিথ‍্যা-স্মার্ট
ও চাকচিক্ক চেতনার  মনের কাছে'
আগে সম্মান ছিল! করত একে অপরে।।

বর্তমানে আধুনিক যুগ বলে কথা!
হচ্ছে মানুষের সন্তান গুলি পশু রুপ'
সংঘ দোষে অমানুষে বাসা বাঁধছে দেখেন না!
এই সমাজেরই মানুষেরা ভদ্রতার আঁড়ালে।।

এ কি করছে দেখেন না! ওরা কি করে
হচ্ছে নামী-দামী? গাঁয়ের রঙ্গ রঙ সরে না;
ক্ষমতার অপব‍্যবহার, দেহের রুপের চলনে
ঝংকারের বিলাসীতায় লোক ঠঁকায়ে আয়।।

এ কি! মদ, ইয়াবার, ক‍্যাস‍্যুনু জোঁয়ার আসর,
নামি-দামী বিদেশী বোতল সাঁজিয়ে ঘরের
তাঁক বা সেলফের ঝলমল আলোক সজ্জা!
দেশ-বিদেশের নামকরা ব্রান্ডের গাড়ী-বাড়ি।।

শরীরের পোষাক ও সাঁজে যেন কোন অজানা
রুপ কথারই গল্পের মত এই দেশেরই অনেক
মানুষের নিকটে অজানায় রয়ে আঁচ-কাঁচাতেই
রয় আন-চানে! অনেকেই মনে মনে ভাবে হায়রে!

কপাল ভাগ‍্য বলে কথা বিধাতা দিয়েছে পূর্ণ করে
ওদের;  আমাদের ভাগ‍্য কি শুধুই দেখে যাওয়া?
সেই মনে একই সমাজের মানুষ হয়ে হয় যে একে
অপরে অচেনা! ঐ'সেই আফসোসের লোকদের'

আজকে বলি! শোন নিজ যোগ‍্যতা অর্জনে চল
মন! পবিত্রতা বজায় রেখে চললে জীবনে শ্রম-বিনা
একটি অন্নও ভোগ করতে চেওনা এই জগতে!
সাঁজতে চেওনা পরীমনি, হেলেনা জাহাঙ্গীর,

সাহেদ, নায়িকা এনা, মডেল মৌ, আরও নাম না
জানা অনেকেরই মত ঘুষখোর, পরের ধন, রুপ,
যৌবন, পাকা-বাড়ি, দামী গাড়ী, সুন্দর পোশাক,
টান-টান কথা, সময়ে অসময়ে অপমানের তীর

শরীরের গঠনের বাহাদুরী, অবৈধ বন্ধু-বান্ধবীর
সম্পর্কের অশীলতা, কাজ রেখে অকাজের রয়ে
সঙ্গতা, বাবা-মায়ের কথা না শোনা, নিজকে
মিথ‍্যা জালে বড় ভাবা, নিজের অর্জনের খবর

থাকে না অন‍্যের অর্জিত অর্থে লালসায় হাত
পেতে কাউকে বড় করা কাউকে ছোট ভেবে
হ‍্যায় প্রতিপন্ন করা, সেই ফলই এক সময়ের..
ঐ'সকল অহংকারী নারী-পুরুষের জীবনে
আসে নেমে অপমান-অপদস্তের অপ্রিয় গ্লানী।

ওহে মানুষ দেখ! দু'চোখ ভরে দেখ প্রকৃত পক্ষে'
কে ধনী? কে দীন? কে সুন্দরী? কে সুন্দর? কার
আছে ক্ষমতা? কে করেছিল বাহাদুরী? এতো
ক্ষমতা কোথায় লুকিয়ে রয়েছে? কে ছিল সাথে?

এখন তারা কোথায়? অনেক ব্লাক মেইলিং ছবি
এক সাথে প্রদর্শনে দর্শক আকৃষ্টের তরে কই?
কত হাসি-মশকরা? কত রসে ভরা কথা-গল্পে
হাসিতে আট-খানায় পেটে খিল লাগাতে হারা।


তাই তো বলি প্রকৃত পক্ষেই ঐ'সকল লোকেরাই
সমাজের কলংঙ্ক! প্রজন্মের প্রকৃত শিক্ষা লাভের
অন্তরায়! হঠাৎ ধনী-নামী-দামী হয়ে উঠারই হাল
সেই তরে বলি ওহে মানুষ; আমরা সকলেই হই'

যেন প্রকৃত পক্ষেই একজন সুশৃঙ্খল মানুষ!
হে বিধাতা কোন অবস্থাতেই বানাও না অমানুষ
ঐ'সকল কু-সন্তানদের মত এই সমাজের তরে।
যা ভবিষ‍্যৎ জীবনের বহিবে ধীক্কারে প্রকৃত পক্ষেই।
===×××===
প্রকাশ থাকে যে, কবিতাটিতে বেশ কিছু নামের উল্লেখ রয়েছে যা কারও নাম হিসেবে উল্লেখ নহে। লেখার শৈল্পিকতার  স্বার্থে ব‍্যবহার করা হয়েছে! ব‍্যক্তির উপর নহে। এই কবিতাটি লেখা শুধুই সমাজ সংস্কারে প্রজন্মের প্রকৃত শিক্ষায় কাজে আসার জন‍্যে। যাহারা উক্ত অপ-কর্মের সহিত জড়িত। তারাও সেলিবেটী হবেন পরিচিতি লাভে। অন‍্যথা নহে। আইনগত ভাবে ব‍্যক্তির উপর নিলে নিজেরাই দায়ী থাকবেন।
===×××===
বাণী: অনিয়ম-তান্ত্রিক ও অবৈধ ভাবে উপার্জন করে ; হঠাৎ বড় লোক হতে যেওনা। হলে ঐ'সকল মানুষের সূত্রতা রয়ে যায়। যাদের সাথে সখ‍্যতা থাকে। তাদের সাথে কোন প্রকার ত্রুটি হলেই সকল গমড় ফাঁস হয়ে মিডিয়া ছড়িয়ে দেশ-বিদেশে তোমারই দূ'গন্ধ নর্দমা'তে ভেসে বেড়াবে। আর শুধুই আফসোর্স করবে কি করে ছিলে জীবনে। সেই তরে বলি প্রকৃত পক্ষে সঠিক পথের সন্ধানেই জীবন-যাপন করাই শ্রেয় ও উত্তম পন্থা অবলম্বন মানব জীবনে।