ঐ'পাড়ার একটি মেয়ে
ডাকে আমায় কাকাই!
হঠাৎ একদিন বলেছিল
দেখাতেই কেমন আছেন?

ঐ'যে সেই আর দেখা নাই'
বলি মারে আছি ভাল!
তুমি আছ কেমন?
ক'ক্লাশে পড়ছো জানি?

বলে ছিল ক্লাশ নাইনে।
তা বেশতো ভাল করে
পড়াশুনা করিও আম্মাজান!
ঐ'যে আমার দেখা আর
কখনও হয় নাই' দেখা ও কথা।

হঠাৎ একদিন জানতে পারলাম
ঐ'মেয়েটি নাকি পালিয়েছে এক
ছেলের হাতটি ধরে প্রেমিক মনে!
কি যে করার! তার বাবা-মা নিলো না মেনে।

কত আশা ছিল পিতা-মাতার
স্বপ্ন দূ'টি চোখেতে ভরে;
মেয়ে তাদের পড়া-লেখা করে মানুষের মত
হবে মানুষ! হবে ডাক্তার; ইঞ্জিনিয়ার;
আরো কত কি?

পিতা-মাতার সন্তান বলে কথাতে অহংকার মন'
হল যেন নাক-কাঁটার কপালের ষোল-আনা।
ঐ'মেয়েই অহংকারে কথা বলতো না তেমনটা
রুপের মাধূর্যে ছিল গোঁছানো টাইপের।

ছোট মানুষ বলে মনে কিছুই করি নাই'
সেই দীপ্তমান চেতনাতে ভরে।
হঠাৎ যুগ পরে এলো ফোন ঐ'মেয়েটি হতে।
কাকা আমি ত-মা-আ-প-না-র-ভা-তি-জী।

কাকা আপনাদের মেয়ের স্বামীর তো  পড়াশোনা
শেষ হয়েছে একটি চাকরীর দরকার!
একটি ব‍্যবস্থা করে দিবেন কাকা;
আ-হা-কা-কা-ডা-কে-ক-ত-টা-ই-আ-প-ন!

এক সময়ে কেন তোমরা পর পর হয়ে থাকো?
কত অহংকারের তরে চলে চলেছো সেই সময়ে।
কথা বল নাই তেমনটা কি যেন ভাবে পা পড়ে না
মাটিতে' রাজার রাজরাণী হবে বাদশাহী চেতাতে।

ঐ'সেই মেয়েই দেখি ফোনে বলে কাকা আমার
স্বামীর জন‍্যে একটি চাকরী দিলে ভাল হয়!
ওতো বেকার বসে আছে ঘরেতে বলে কতটাই
মধু মাখা আপনত্বের তরে' তাই তো বলি হায়রে!

প্রয়োজনই আপন! এই হল আমরা মানুষের মন!
কি যে নেশা হচ্ছে বর্তমান মানুষের নেছারের?
শুধুই কি উপকার পাওয়ার জন‍্যে যোগাযোগ?
কেন বাবা তোমরা সব সময় একে অপরের তরে।

স্বাভাবিক সদালাপনীতে চললে অসুবিধা কি?
মানুষ হয়ে কোন না কোন মানুষের কাছেই যেতে
হবে। তবে কেন অস্বাভাবিকের দুষ্ট মনে চলাতে
মানুষের মনে আঘাত করে চলে থাকো অহং'এ।

দেখ আজ কেমনে প্রয়োজনই তোমাদের বলে
দেয়। মনে হয় প্রয়োজন আছে কথা বলতে হবে
ঐ'লোকটির সাথে। হয় তো উপকারে আসবে।
হায়'রে অবুঝ মানুষের মন "প্রয়োজনই আপন"

সেই চেতনাতেই মন রয়ে চলে! কি যে ভাবনায়।
সেই তরে আমি বলতে চাই! মানুষ হয়ে চলতে
হবে সব সময়! কোন আকাশ-পাতাল নিজেকে
ভাবনা কোন অবস্থাতেই নয়! সাধারণে চলাতে'

নিজ জীবনকে কর্মদক্ষতাতে বৃদ্ধি করে হয়ে
প্রকৃত মানুষ। সমাজই তোমাকে বলে দিবে!
তুমি হয়েছো অনেক বড় মানুষ চলো সাধারণে।
আ-হা-ক-ত-যে-মা-নু-ষ-তু-মি-কি-যে-ভা-ল।।
===×××===
===×××===
বাণী: শুধুই প্রয়োজনে কথা। ভারী সুন্দর কথার প্রয়োজন! আসলে প্রকৃত পক্ষে ঐ'শ্রেণীর লোকেরা সুবিধা ভোগের জন‍্যেই একটি সময় মানুষকে আপন করে থাকে। যা কখনও দীর্ঘস্থায়ী হতে পারে না। ঐ'ধরণের লোকগুলি হতে সর্তক থাকাই উত্তম।।