যমুনা যেন এক অনন‍্য সৃষ্টি এ'ধরার বুকে
গ্রুপ যেন অন‍্য রকম আলোড়ন প্রোথিত!
অব সংযোগ একের অধিক শিল্পকর্মসৃষ্টি
ইন্ডাষ্ট্রিজ এক একটি পরিবার জীবিকার।


এমন একজন মানুষ ছিলেন এই বাংলার
যিনি ছিলেন কবি; সাহিত‍্যিক ও শিল্পীবটে'
তাতে কি হয়ে ছিল বলতে পারবে কি কেহ?
ছিলেন তিনি অসম্ভবকে সম্ভাব প্রণেতা!


তিনি মনে করতেন বাংলা তার নিজ ভূমি
এই তার ও জনতা সকল এ'দেশ বাংলার।
তাই তো আপন ভূবণ জয় কঠোর শ্রমমন
ধীর মনোবল একনিষ্ঠতা অবিচল বহমান।


জীবন বিজয় যেখানে হাত স্পর্শ পেয়েছে
সেখানেই উন্নত বীজ রোপিত হয়েছে ফল।
দেশ মহাপ্রেম দেশপ্রেমি আপনত্ব শিখোর
বিধাতার দয়া বর্ষিত এক অসাধারণ মানুষ।


তিনি নেই চলে গেছেন পরপারে এ'ধরা হতে
পরোলোক গমন করেছেন গত ১৩ জুলাই'
২০২০ইং তারিখ, হয়েছে তাঁর নামটির পূর্ব
প্রয়াত নুরুল ইসলাম বাবুল (বীর মুক্তিযোদ্ধা)!


প্রয়াত;
প্রজ্ঞাগুণিজন ছিলেন তিনি এ'ধরা বাংলার
নূরুল;
নূ- নূর রশ্মী ঝলমল আলোক অর্ণ ক্ষেত্রতা
রু- রুলস ছিল মন মাঝে নিজ কর্ম সেবায়
ল- লক্ষ‍্য স্থির মা মাটির জনতা রিজিক সৃষ্টি।


ইসলাম;
ই- ইচ্ছাই মানব জীবনে বড় শক্তি মনোবল
স- স্বচ্ছতা দীপ্তে ধীর চেতনা প্রসার ঘটানো'
লা- লাগাম চেপে ধরে ন'পরাজয় জীব'দর্শা
ম- মমতা স্পর্শী শিল্প সৃষ্ট মানসিকতা জীবন।
বাবুল;
বা- বাহ্ বা ব‍্যবসা বাণিজ‍্য সর্বোত্রে বিজয়ী
বু- বুক ভরা আশা পূরণ ছিল ধীর চেতা'জন
ল- লক্ষ‍্য পূরণে সর্বক্ষেত্রেই হয়েছেন অনন‍্য।


বীর মুক্তিযোদ্ধা;
বী- বীর বল বীর; কাকে বলে বীর দেখেছো
র- রক্ষক ছিলেন তিনি অতি বড়ই লক্ষনীয়।
মু- মুক্ত মন মানুষ সারাটি জীবন মানবতায়
ক্তি- মুক্তির পথ খুঁজেছেন বরবর জাতি হতে
যো- যোদ্ধা হয়েছিলেন দেশ রক্ষা এ'বাংলার
দ্ধা- যোদ্ধা ব্রত:সর্বেসর্বা সকল ত‍্যাগ এ'দেশ।


ক্ষণজন্মার জন্ম;
৩রা মে'১৯৪৬ইং।


তাই তো আজিকের এই দিনে প্রাণ খুঁলে বলি
আত্মার গ্লানি মুছে সকল কালো দাগ ত‍্যাগে!
যমুনা গ্রুপ অব শিল্প গোষ্ঠীর সৃষ্টির প্রয়াত
চেয়ারম‍্যান জনাব নুরুল ইসলাম বাবুল বীর
মুক্তিযোদ্ধা তিনার আত্মার মাগফেরাত জন‍‍্য
অত্র যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস্
লিমিটেডের সর্বস্তর শ্রমিক,কর্মচারী ওকর্মকর্তা
সাথে সহযোগী এলাকার গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ!


দোয়া করি একযোগে একত্রে উপস্থিত পবিত্র
কুরআনের হাফেজগণের দোয়ার ফুলঝুঁড়িসহ
দু'টি হাত উত্তোলন ফরিয়াদ আল্লাহর দরবার।
হে আল্লাহ্ বেহেস্ত নসীব করিও উনাকে যিনি
এই দেশ বাংলার মানুষের রিজিক শিল্পসৃষ্টি
বুনিয়াদ মহান গুণি মানুষ ছিলেন এক অভিন্ন।


সেই সাথে তিনার প্রজন্মকে ভাল রেখো সব
সময়; ধীর মনোবলে তাঁর স্বপ্ন শিল্প লিডে।
হায়াত দারাজ করিও একান্তই তোমার হতে।
**************************
বাণী: শিল্পে বিপ্লব ঘটানোও এক বড় যোদ্ধা। আল্লাহর সৃষ্টি মানুষের রিজি যিনি মাধ‍্যম হন। তিনি অতি নগণ‍্য নন! তিনি অতি মহৎ ব‍্যক্তিত্ত্ব গুণি সমাজ সচেতন মহামানব।