পূর্ণতা পেতে পরিপূর্ণ জীবন মনটি গড়তে হয়
সেই না পূর্ণতা পূরণেই বিধাতা দেয় কল‍্যাণ।
এমন জীবন কাভনা ও বাসনা সৃষ্টিকর্তা যেন
খুঁশি থাকে মহান ভাগ‍্য দ্রষ্ট্রাব্রত অনিন্দনীয়।


শিক্ষা অজান শিষ্ঠাচার গ্রহণ সভ‍্যতা পরিচয়
সবই দরকার মানুষ মানুষ হতেই অর্জন।
মানুষের জন‍্যেই 'ধরাধাম মানে দুনিয়া সবই
বিধাতা সেই জন‍্যে সৃষ্টি করেছেন পৃথিবী।


জন্ম-মৃত‍্যু যেন সকল জীব প্রাণ আসা-যাওয়া
চির সত‍্য কোনই মায়ার বাঁধন নয় রক্ষা!
তাই তো মানবতা প্রাণ মানুষ হতে হবে সকল
আমরা মানব জাতি সভ‍্যতা পেতে রইবো!


জীবন গড়তে শিশুকাল চায় সঠিক পরিবার
পূর্ণতা পেতে সভ‍্যতা ছড়াবে আজীবন।
এমন করেই মানব শিশু গড়ে ওঠে সর্বাগ্রে
বিকাশ বিলাপ গড়ে উঠবে ঊষা মনটি।


ঐ'না মন চাই পরিবার গঠন অনন‍্য উদ্ভাস
আমরা মানুষ হবো পূর্ণতা পাবে প্রাণ।
সেই জীবন কাম‍্য একে অপর এ'ধরা বুক
সেই না আমরা এক মত এক দল পূর্ণে।
*************************
বাণী: শুধু অর্থ দ্বারাই মানুষকে বিচার করা ঠিক নয়। মানুষ হিসাবে বিচার করলে চরম নৈতিক স্খলন ঘটতে পারে। যা পরিহার করাই উত্তম। তবেই না পূর্ণতা পেতে সহায়ক এ'ধরা বুক মানুষ মানবতা।