কেন রাগ করি? কিসের জন‍্যে রাগ?
যেখানে যাই সেখানে অন‍্যায় দেখি!
বারণ করলে হিতে ধিক্কার বলেকথা
ধ্বংস করছে বিনা কারণেই জীবনটি।

সেই সকল অমানুষেরই বেশি কথা
ঠাটবাটের ডেমাকের ঠেলাতে কি যে
সমাজে মনে হয় তারা সেরার সেরা
আজিকের বাদশা কালকের ফকির।

জ্ঞানের কালিমাতে নয়তো দীপ্তমান
যে টুকুন শিখেছে তাও ধান্দাতে অন্ধ
আপনকে পর করে পরকেই আপনে
মিথ‍্যা দাম্ভিকতায় শেষ করছে নিজ।

এমন সময় আসে তাদেরই জীবনে
যেন কতশত ঘটনা ঘটে মানাতে না
দেশে ভরে গেছে শুধুই অপরাধেরই
তাই রাগ ভাল কথা মেনে ভালোতে।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
বাণী : রাগ মানুষের বড়ই শত্রু! তবে সত্য ও যোগ্য ব্যক্তি একটু রাগী হলে ক্ষতি নেই। তাদের মাঝে আক্রশটা হল কেন মানুষ অপরাধ করবে? সেই বিবেচনায় যখন একজন অপরাধীকে বোঝাতে ব্যর্থ হয় তখন রাগের মাধ্যমে সংশোধনের সুযোগ দেন। এরজন্য প্রকৃত পক্ষে ঐ'ব্যক্তি কোন অবস্থাতেই রাগী ও অসৎ নয়।