রসিক লোকটি বেজায় ভারী মজাদার
সকল মানুষ বলে তার কথা মুখে মুখে
কদম বুচি করে সেথা সকল মানুষকেই
দরকার ছাড়াও হাসে হাসায় লোকটি।


সকল মানুষ বলে তার কথা মুখে মুখে
সিক্ত হৃদয় হরণ করে মজা সেই মনে।
হৃৃদ প্রেরণা প্রেত মননে অনন্য ভাবনা
দয়া তো সেই প্রাপ্য যে'জন প্রকৃতজন।


কদম বুচি করে সেথা সকল মানুষকেই
দরকার হলে করবে অদরকারে কেমনে?
মজার ছলে চলবে কি জীবন মানুষ সেই!
বুঝলে জানলে মানতে পারলে চল ঐ'মন।


ও-ওরা সেই জন রসিক ও সুমিষ্টতায় ভরা!


সুরতালে কাব্য চর্চায় গান-বাজনায় সেরা
নামজস নেই তুলনা একে অন্যের চাইতে।
মন হরণে অপূর্ব সেই চরণ চেতনা স্বপ্নের
মিনতি তোমায় প্রেরণা প্রাণ কেন এমনটি?
নতি স্বীকারে অনন্য সাধারণ মানুষ হলেই
তিক্ততা আসবে কি জীবনে কখনও বল?


মানুষ মনুষ্যত্ব বিরাজে রসিক জীবন তটে;
কেন মানু্ষ মানুষে হবে ভোগের সামগ্রীর?
মানুষ সেই স্বাভাবিক সুন্দর অনুপম চরিত্র
তবেই মানুষ রসিক জীবন পাবে ভরপুরের।


সেই লোক আমরা আমাদের সন্তানেরা রই
একই কাতার ভুক্ত হাসি আনন্দ উপভোগ!
করবে সেরা ছন্দবেশ আশানুরুপ মানুষেরা'
তবেই আমরা আশরাফুল মাখলুকাত সেরা।
××××××××××××××××××××××
বাণী: রসিক মানুষের জীবন চলে কোন মতে! সেই জীবন' কখনও সঠিক জীবন হতে পারে না! প্রশংসা করে অনেক জনাই; ও বেশ; ওর মত রসিক লোক দ্বিতীয় আর কেহ নেই; তুলনা হয় না ওর। আসলে ঐ'সকল লোকগুলির জীবন নিয়ে কেহ কখনই কল্যাণে আসতে পারেনি। তাই রসিক লোকগুলি একটু কম রসিক হয়ে জীবনের সফলতায় সময় দিয়ে সাবলম্বিতে কর্মঠ জীবন গড়ে সুখি জীবন যাপন করার প্রচেষ্টাতেই উত্তম ও সুন্দর রসিক সুমিষ্টতা মানুষ হওয়া সম্ভব। অন্যথায় শুধুই অন্যদের মুখের ধান্দারী হাসির খোরাক ছাড়া আর কিছুই নয়।।