রাজনৈতিক দলের নেতা হতে
রাজনৈতিক নিবন্ধন লাগবে
রাজনৈতিক দলীয় নিবন্ধনে
রাজনৈতিক দলীয় বলে মনে


রাজনৈতিক নেতাকর্মী হয় যে
রাজনৈতিক দলীয় নিবন্ধন যার নাই
রাজনৈতিক নেতা সে যে নয়!
রাজনৈতিক যে হাল চাল কোন দলে


রাজনৈতিক চেতনায় করবো যে নিবন্ধন
রাজনৈতিক দলের নেতার নাই রাজভাব
রাজনৈতিক নেতাদের দেখলে মনে নেশায়
রাজনৈতিক মাতাল পাগলের ভাব-ভঙ্গিমা।


রাজনৈতিকের আড়ালে চলে না কি বড়সড়..
রাজনৈতিক নেতার চিন্তা-চেতনা নয় তো ঠিক
রাজনৈতিক ভাবনাতে এখন বলেন কি করে
রাজনৈতিক নেতায় দলীয় ব‍্যানারে লিখি নাম?


রাজনৈতিক দলে না লিখিলে যে নাম হবে কি
রাজনৈতিক কার্যভার! কি করি! ভেবে না পাই
রাজনৈতিক নেতাদের এই হল হাফ-ভাব টাব
রাজনৈতিক মানেই জানে না যারা তারা নেতা।


রাজনৈতিক চেতনায় দেশের কল‍্যাণে কি করি
রাজনৈতিক নেতায় নিবন্ধিত না হলে হবে না
রাজনৈতিক সাধনভোজন' কি আর করা সেই
রাজনৈতিক বোধতা ও দেশ রক্ষায় সেবার তরে


হন্নে হয়ে মন খোঁজে দিতে পারবো এক সময়ে
এই দেশেরই জনগণের সেবা! কল‍্যাণকামীতে
জানি সম্ভব নয় তবুও মনের জোরে রুপকের
চেতনায় এগিয়ে যাবো যে এই মন হতে দেশের


ক্লান্তি লগ্নের রুগ্মদশার হাত হতে রক্ষার্থের সেই
আস্তাদনের ঘৃণিত রাজনৈতিক নামক অস্বাধের।
হে আল্লাহ রক্ষা করো আমার দেশের বরবরতার
অগণতান্ত্রিক অবচেতনাকে দাও সামর্থ ঐ তরে।
===×××===
===×××===
বাণী : দেশে গণতন্ত্র ফিরায়ে আনতে হলে দরকার নিরপেক্ষ নিবন্ধন। কোন রাজনৈতিক দলের ব‍্যানারের তালিকায় নাম নয়। নাম হবে সে একজন সাধারণ নাগরিক হিসেবে। তাহলেই সে একজন মুক্ত চেতনার জনগণের কল‍্যাণ কামী মনুষ হতে পারবে। অন‍্যথা নহে।