একটি দেশকে রক্ষা করবো বলে
মোরা আমরা দশজন রই একই
মনে এক সাথে চলি পথ ভাবি কত
কিছু সেই অপলক নয়নের চেতনায়।


একটি দেশ মানে জন সমষ্টির সম্মনিত
একটি রাষ্ট্র ভাবনাতে চেতনা রয় শুধুই
ঐ জাতি বোধের উজ্জ্বিত মননের তরে
সেই ভাবনাতে উদ্ভাসিত হ্নদয়ে রয় দেশ।


দেশ নিয়ে কি যে করা!আর কি ভাবনাতে
ফেলে রাখা! কেহ নেই চিন্তা করার যাও বা
আছে কতক গুলি তাও ভয়ে ও ডরে সরে
যেতে চায় ঐ মনে! কি যে উপায় না পাই


আন্ত:প্রেরণায় রয় না কেহ তাই বলে কি
পিছু হঠে যাবো এটা হতে পারে কি! না এ
মন নহে আমার আমি ধীর মনোবলী আমি
বীর না হয়েও বীর! রইলাম চেতনাতে এক।


এই দেশ আমার রইবো দেশ রক্ষার্থেও ঐ
মনের দূ'সাহসিকতাতে সেবক হব দেশের
করবো রক্ষা যে কোন ঝঞ্জা আসুক না এই
দেশ খানাতে আমি আছি কেহ পাশে থাকুক


আর নাই বা থাকুক তাতে কি? আর আমি
ঠিকই এগিয়ে রয়েছি ঐ সেই দীপ্ততায় ধীর
মনের সাহসী চেতনার তরে। কি যে ভাল
লাগে নিজকেই বিশ্বাস করাতে অপূর্ব মনে।


যদি এক সময় নিজ মন ঐ সংকোচে বের
হয়ে আসি। পারবো না বলে কি পিছু হটে
তাহলে কি আর হ্নদয়ের ক্ষত বাড়বে না
কমবে?সেই জানে যে জন দেশকে ভাল
বেসে নিজকে বলি দিতে জানে।
তার হ্নদয়ের ক্ষত হয় কি বলরে।