এই যে আজ বাদ মাগরিব রোজার শেষ
ত্রিশটি রোজা পরিপূর্ণ‍্যতায়!
পবিত্র রমজানুল মুবারক মাস সিয়ামের
এক অনন‍্য অসাধারণ ধর্মীয়!


চেতনাবোধ পালনীয় অপূর্ব সুন্দর উৎসব
মনোমুগ্ধকর ঊষার আলোক।
সারা জাহানেরই রোজাদার মুসলিম জাতি
রোজার ইফতারী মহত্ত্ব ভরা।


অন‍্যান‍্য ধর্মের লোকদেরও দেখতে পাওয়া
ইফতারীর সময় তারাও কেনে..
ইফতারী খায় খুব খুঁশি মনটি ভালো লাগা
রই বলেই অভ‍্যাস হয়েছে খেতে।


এমনই একটি মাস সকল জাতিই কমবেশী
ভাগীদার শরীক হন ইফতারীতে।
মহান আল্লাহর মহিমা মাসটি শেষ হল আজ
আগামীকাল পবিত্র ঈদুল-ফিতর।


মদিনার ঘরে ঘরে আনন্দ ও উৎসব পালনীয়
একটি মাস সিয়াম সাধনার ফল!
প্রকাশিত মিলন মেলা এ'ধরণী একই রবিতল
উৎসব মুখোরিত সমাবেশ অসীম।


পরিবার ম-পরিজন-আত্মীয়-স্বজন-সকলেরই
অনেক বড় ধর্মীয় চেতনা উৎসব।
কত যে ভাল লাগা রয় পরিশুদ্ধ সুআচরণ হ্নদ
রোজার শেষে এলো খুঁশির ঈদ!!
***************************
বাণী: মানবতার পরিচয় ও পরিশুদ্ধি লাভ মানুষ মানুষ হতে বিধাতার দরবারে। একমাত্র শেষ হল পবিত্র রমজান মাস। রোজা পালনে যেমন পূর্ণতা থাকে। তেমনি ইফতারী করানো, গরীব-দুঃখি মানুষদের দান-ছদগার মধ‍্য দিয়েও। আর আল্লাহ্ এমন ভাবেই শ্বাশত অনুশাসন মানুষের মধ‍্যে সৃষ্টিকরে দিয়েছেন। যা সত‍্য একটি পার্থিব জগৎ প্রাপ্তিতে ও সীমাহীন পাপকে মার্জনা পাওয়ার অতুলনীয় ব‍্যবস্থা। সেই সুযোগ যে সকল মানুষরা গ্রহণ করে থাকেন। সেই সকল মানুষেরাই কামীয়াব।