ছেলে বেলাকার একটি কথা মনে পড়ে গেলো
তখন ক্লাস ফোরে পড়ুয়া মন বয়স মাত্র।
স্কুল হতে বাড়িতে ফিরে পড়ন্ত বিকাল বেলায়
আখক্ষেত সীমানা বেড়ে ধানক্ষেত নিকট!


কচি সুন্দর তরুতাজা দূবলা সবুজ ঘাস পছন্দ
ছাগলছানার সেই মন সেবা একহাতে বই!
আরেক হাতে রসি ছাগলছানা চলেছে একসাথে
পেটপুতে খাওয়াতে এঘাস সীমানা ঐ'খানে।


অমন করেই ছাগলছানা পোষাটি লিলন-পালন
পড়াশোনা করেছি খেলাধূলাও মন্দ করিনি।
জীবনবোধ প্রেম শোভা পশুপালন এক ছত্রপ্রাণ
পিতা-মাতা খুঁশি থেকেছেন সন্তানেরই প্রতি।


গরু পেলেছি ঘাস কেঁটেছি গাভীর দুধ পানানো
বেশ মজা করে করেছি পালন খুঁশি মনটিতে।
পড়ালেখা পাশাপাশি কর্মধর্ম পালনেও ছিল মন
অপূর্ব শোভা ভরা এক সুন্দর কিশোর প্রাণ।


আজিকের এ'বয়স মনে পড়ে গেলো তাই লেখা
গরু-ছাগল পালনে বিশেষ কবিতা প্রকাশ।
আমরা গরু-ছাগলের ঘাস কেঁটে লালন-পালন
সাথে পড়ালেখা আছ হয়েছি কর্মেও সেরা।


বর্তমান কার ছেলে-মেয়েরা গরু পালন তো দূর
দৃষ্টি চোখ কলাপ উপর ছাগল তো অদেখা!
কোন কাজ কর্ম নেই ছাত্র বয়স তরপরও ছাত্রছাত্রী
ওরা না পালনে ছাগল-গরু না রান্না-বান্না!


তেমন তো পাই না ভাল কিছু করতে সেরার সেরা
মানুষ কৌশর বয়স পড়ালেখা ধর্মকর্ম হোক!
সুন্দর জীবন গঠন সংসার সামাল পিতা-মাতা মত
মান‍্য সভ‍্যতা বিকাশ লাভ ভবিষ‍্যৎ হয় ধন‍্য।
*************************
বাণী: জীব দয়া করে যেই জনারা সেই জনারাই সে বিশেষ স্বর। প্রেম বন্ধন মনটি মানবে পশুপালন। করবে পড়ালেখা। সময় নিষ্ঠায় খেলাধূলা শরীর ফিটফাট। মানুষ হবে ঐ'সকল কিশোর-কিশোরীরা সমাজ তটে। দুঃখ কখনো দেখা দিবে না। সেই সকল গরু-ছাগল পালন ছাত্র-ছাত্রীরাই পেয়ে থাকবে উন্নত জীবন।