আজ ২৬ মার্চ স্বাধীনতা দিবস
ঐ'সেই দিনটি উনিশ শতকের
একাত্তুরে অর্জিত বাংলার সেই
ভয়াল কলংঙ্কিত কালো পর্দার।


পশ্চিম পাকিস্তান রাষ্ট্র শাসন
শানিত কষাঘাত নিপীড়ন পূর্ব
বাংলা-বাংলার জন সাধারণে
জাগ্রত দীপ্তমান মুক্তিকামী ঐ!


এই দেশ শত্রু মুক্ত করতেই
তৎকালীন নাম শেখ মুজিবুর
রহমান বাংলার দীপ্ত সন্তান
সূর্য সেনা বীর রণ কৌশলী।


ততখন থেকেই ভাবনা ভরা
মনটি এই দেশ তার দেশের
মানুষও তার; সেই চেতনায়
পশ্চিমাদের অত‍্যচার ঘৃণিত।


রক্ষা করতে দেশ ও দেশের
সর্বস্তর মানুষ ঘুরে দাড়াও
সেই ডাক দেন তীর্যবীর্জের
জীবন পণ গর্জে ওঠেন তিনি।


সেই গোপালগঞ্জে জন্ম ছোট্ট
ছেলেটিই হাতে নেন মুক্তির
জয়গানে বাংলাকে মুক্তপণ
গড়ে তোলেন জন সমর্থন।


শুরু হয় মুক্তিকামী মুক্তির
জয় মুক্তি যুদ্ধ! দীর্ঘ নয়'টি
মাসের শত হতাহত প্রাণের
বিনিময়ে অর্জিত স্বাধীনতা।


বাংলার আকাশ মুক্তি পায়
অর্জিত লাল-সবুজ পতাকা।
গণ হত‍‍্যার স্বীকার বুদ্ধিজীবি
সেই বরবরতা সেই স্বীকৃতি।


তেজসক্রীয় প্রদীপ্তমান নেতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তিনিই চিরস্মরণীয় বাঙ্গালীর
অস্তিত্ব সূর্য সুসন্তান সর্বজনে।


আমরা স্মরণে বিনম্র শ্রদ্ধ‍্যা ভরা
শীতলতা প্রকাশে একান্ত আপন
এই দেশ-শহীদের স্মরণীয় বরণে
আন্তরিক রই প্রতিটি বছর মর্মে।।


*****************
বাণী :