একটি দেশ স্বাধীন দেশ
একটি দেশের স্বাধীনতা
কি যে দরকার যে দ‍েশ
পরাধীনতার পর গ্নানীর
কাল নিশানার বরবর
নিষ্পেসিত কালো দাগ


মুছে ফেলতে এই বাংলার
সংগ্রামী সকল স্তরের আপা-
মোর জনতার কতশত রক্ত
ক্ষয়ী স্বাধীন চেতনার আত্ম:
ত‍্যাগের অকুতভয় সেই দীপ্ত
বিনিময় নি:স্বার্থক সংগ্রাম এর


হিসাব সেই  ব্রিটিশসহ পশ্চিম
পাকিস্তানীদের অনভিপ্রেত চক্র
শোসন-শাসনের বাংলার মানুষ
এর ন‍্যায‍্য অধিকার বঞ্চিতের
হিস‍্যার তরে রয়ে মুক্ত হতে সেই
চমৎকার স্নিগ্ধের এই বাংলারই


লাল-সবুজের সুজলা-সুফলায়
মুখরিতের বোধতায় যেন প্রত‍্যেক
সূর্য সেনা সন্তানদের জন্ম শিখর
রচিত হয় যেন এই বাংলাতেই সেই
নিজস্বের অস্তিত্বের রক্ত লড়াইয়ের
একখানা উজ্জল স্নিগ্ধ হাসির মুক্ত


বাংলার আকাশ-বাতাস, সবুজে-
শ‍্যামলেতে ঘেরা বিহঙ্গের সুখের
ডাক ও কোকিলের কুহুকুহু তপ্ত
উথালের উজান ঢেউয়ের সুমধুর
চয়নের চমৎকার শাসন রাজ‍্যের
উপহার এই বাংলার অর্জনের ঐ


যে সেই ঔপনিবেশিক ষড়-যন্ত্রের
লাল ফিতার দৌরাত্বের দূর্গন্ধের
নর্দমা হতে মুক্তি লাভে জাগ্রতের
তরে আজিকের এই দিনটি ২৬-শে
মার্চ ১৯৭১ স্বরণে বাংলার মানুষ ও
বাংলার আকাশ মুক্ত হয়ে মুক্তি লাভ


করে স্বাক্ষর রাখেন একটি স্বাধীন
সার্বভৌমত্বের চিরস্থায়ীর চির-সবুজ
সনদের উপহারে লাল-সবুজের স্নিগ্ধ
উজ্জলের অপূর্ব উড্ডয়নের জলজল
ঢেউ তোলা দোল-খাওয়া স্বাধীনতা
লাভের লাভা অর্জনের বঙ্গবন্ধুর স্বপ্ন


বাংলার মানুষের মুক্তির আলো দিশা
এনে নিজ দায় মুক্তের হিসাব সঠিক
ভাবে এই বাংলার আপামোর জনতা
কে  উপহারে নিজেকে ধন‍্য করা সেই
স্বপ্ন দ্রষ্টতাকে আমরা কখনও ভুলবো
না! ভুলবো না সকল স্বাধীনতা অর্জনে


সুবুদ্ধির কলা কৌশলি, সাংবাদিক, তথ‍্য
সংগ্রহকারী, বুদ্ধিজীবি, কলামিস্ট, টিভি
মিডিয়া, রেডিও মিডিয়া ও গোয়েন্দা তথ‍্য
সংস্থা, সামরিক, আধা সামরিক, সাহিত‍্য-
শাসিত সকল স্তরের সংস্থা সমূহের ত‍্যাগী
মনের দেশাত্মবোধতার রচয়িতাদের কে!


চির অটুট করে স্বাক্ষরে রয় এই স্বাধীনতা।
আজকের এই দিনে আমরা বাংলার মানুষ
চির-চেনা  অর্জন লাভে ধন‍্য কখনও হব না
অচেনা! আঁচড় কাঁটতে দিব না কোন মতেই'


আমরা হব সকলেই দল মত নির্বিশেষে এক
ও অভিন্নের কোন জাতি ভেদা-ভেদ নহে ঐ
শর্তত‍্যাগে  এই স্বাধীনতার দিনটি স্বরণীয়
উদযাপনের মধ‍্য দিয়ে শপথ নেই লাল-
সবুজের অর্জিত স্বাধীনতা পতাকা তলে।


***===***
***===***
বাণী: ২৬ মার্চ বাংলার স্বাধীনতার স্বরণীয় ঐতিহাসিক অর্জন। এই অর্জন বাংলার মাটির ( সবুজ ফসলের ক্ষেত) আকাশ-বাতাস, নদী-নালা, খাল-বিল, বৃক্ষ-লতা, পশু-পাখি, সবই  সাক্ষী এই বাংলার অর্জিত শত শহীদের আত্নত‍্যাগের রক্তবিনিময় এই স্বাধীনতা। এই অর্জনকে আমরা রুখবো রাখবো অটুট  নিজ ও আদর্শ সন্তানের ন‍্যায়ে স্বাধীনতা বাংলার। তবেই এই অর্জনে হবে না কোনই কমতি ঘাটতি ও কমতি লাল-সবুজের বাংলার মানুষের অর্জিত পতাকার।