আমরা সকল সাগর দেখি
দেখতে পাই সমূদ্রের ঢেউ।
কত সুন্দর শোভায় শোভিত
অনন‍্য অপূর্ব চরণ সুউচ্চমান।


অথৈই উতাল পাতাল নীলা
চল যেন সৌন্দার্য অপরূপ।
দেখা শোনা বিনোদন দেয়
নিঃস্বার্থক অভিচল প্রকৃতি।


পাল তোলা নৌকা বাহারী
অবর্ণনীয় কর্ম-যজ্ঞ সমুদ্র!
ব‍্যস্ততা মানব জীবন প্রবাহ
বিচরণ যেন সাধারণ প্রাপ্তি।


সহজ দূলভ‍্য সহজাত মন
আশার আলো পেতে চলি'
দূর-দূরন্তে ছুটে অবলিলায়
চমৎকার সমূদ‍্র সৈকত ভ্রমণ।


অথৈই পাথার থৈ থৈ রই রই
পাল তোলা জাহাজ যাত্রী দল
ভ্রমণ শুভ সূচনা অবিস্মরণীয়
পরিবার পরিজন সমেত বেশ।


অথৈই পাথার তরঙ্গ ভারী ধারা
খর-স্রোত রাশি রাশি জলকণা!
প্রচন্ড বেগাতিক শক্তি ভয়ংকর
মানবেতার প্রলয় গ্রাসী স্বঃশ্বয়।


তপ্ত রপ্ত রহি করি ভাব সমূদ্রে
যেতে ভ্রমণ মনটি ব‍্যাকুলতা।
চরম সত‍্য ভয় জয় কল‍্যাণেই
সাগর পলি করে উর্বর মাটির।


কৃষক ফসল ফলাতে সহায়ক
অনন‍্য শোভা এক অসাধারণ।
কত শত সামুদ্রিক প্রাণি বাস
আমিষ পূরণ মানব মানবতা।


কর্ম সংস্থান সৃষ্টি অপরূপ বর্ণ
প্রকৃতি যেন কত আপন এ'ধরা?
প্রাকৃতিক অবলীলা প্রলয়ংকরী
সৃষ্টিকর্তা যেন চিরচেনা বিশ্বাস‍্য।


সাগর ঢেউ এই যেন শান্ত দেখা
হঠাৎ করেই গর্জে উঠে কোথা?
যেন প্লাবন চূড়াবালি দেখা ভয়
সর্তকতা মহামান‍্য ঢেউ সমূদ্রের।
********************
বাণী: চিরচেনা সমূদ্র মানুষের গর্ব। ও অহংকার ও বটে। যেমনটি কল‍্যাণকর; তেমনটি  অকল‍্যাণও বটে। সমূদ্র ভ্রমণ মানুষের তথা পর্যটকদের যেমন বিনোদন যোগায় অপর দিকে ভয়ংকর রূপ ধ্বংসও করে দিতে পারে। সেই জন‍্যে মানুষের জীবন নিরাপদ রাখতে কম বেশী সর্তকতা অবলম্বন করাই উত্তম।