শৈশবের সেই মধুর স্মৃতির ভান্ডার
ভরপুর ছিল শুধু হা’হা’কার;
পরিবারের মধ্যে দ্বন্দ, মিথ্যাচার ও হিংসা
বংশ মর্যাদায় মিঞা পরিবার;
বংশ মর্যাদার অহংকারে হয় অহংকরী
গল্প-স্বল্পে  বংশের বড়াই, দাদা না কি ছিল জমিদার!
যা দেখিনি আমি শুধুই-বাবা-চাচার মুখেই শুনেছি।
পারিবারিক দ্বন্দ-হিংসা কলহ ও বিবাদে লিপ্ত চাচা ও বড় ভাই;
তখন আমার বয়স তের কি চৌদ্দ?
বড় ভাইয়ের একটি অপরাধ দেখাতে;
যারন্যায় তিনি রাগাম্বিত হয়ে..
আমার সহিত করেন অসৎ ব্যবহার;
মনের মধ্যে বাসা বাঁধে আমি আর পারবো না!
ঐ মানুষ রুপি বদ’মাহিশের সহিত;
তখন আমি সপ্তম শ্রেণী’র ছাত্র
স্কুলের নাম: কোমর পুর আঃ আজিজ ইনষ্টিটিউট।
চলে এলাম স্কুলের কাছে এক পরিচিত মামার বাসায়:
মামার বাসাতে মামা-মামীর ¯েœহ মমতায়
সময়টা যৎ সামান্য হলেও
লেখা-পড়া ভালই চল ছিল!
নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া মাএই
মামার চাকুরীর বদলী হয় নিজ এলাকায়,
মামা-মামী চলে যান তাদের গ্রামের বাড়ীতে
তাদের সাথে বাড়ীতে যেতে বললেন আমাকে;
আমি ভাবী আমার স্কুল এখানে,
মামা বাড়ী হতে স্কুলে আসতে দূরত্ব বেশটা,
কে বহন করবে আমার এই ব্যয়-ভার?
আমি মামা-মামীর সাথে না যেয়ে,
কোন পিছু লোকে কিছু বলে
এইটা কভু নাহি ভেবে অনেক চিন্তায়!
কি করি? সময়ও কম লজিং খুঁজতে শুরু করি!
“উঠে যাই গোয়াল চামট নামক ব্যাচেলর ছাত্রা-বাসে”
একটি প্রাইভেট টিউশনি পাই হিন্দু বাড়ীতে,
টিউশনি বাড়ীতে তিন’বেলা খাওয়ার ব্যবস্থা হয় যে বটে।
এরই মধ্যে দশম শ্রেণীতে উত্তীর্ণ হই;
কি করি কোন উপায় অন্ত না পেয়ে চিন্তা করি!
থেমে কি যাবে মোড় জীবনের গতি;
এই ভাবে জীবন চলে, না আর যে রে..
নেমেকি আসবে, শৈশবের যবাণিকা!
’না যবানিকা থেমে যায়নি শৈশবে’র’
অব্যাহত প্রচেষ্টা চলছিল প্রত্যয়ের;
আজও চলেছি যে নিশানা পাবার আশায়
মানুষ যে হতে চাহে সে কি কখনও..
থামতে চাবে?
সে হোক শিশু, কিশোর, শৈশব ও বয়:সন্ধি!
===×××===
===×××===
বাণী : একজন প্রকৃত মানুষ গড়ে উঠার ক্ষেত্রে একটি সুস্থ পরিবেশের খুবই দরকার। সেই জন্যেই আমরা মানুষরা অতীত জন্ম ও প্রজন্ম যা কিছুই হউক না কেন! ভাল আর মন্দের হিসাব জেনে ও বুঝে সমাজ থেকে নিয়ে প্রকৃত জ্ঞান চর্চার উলব্দিতে সামনের পথচলা। তবেই আমাদের প্রজন্ম সঠিক পথের সন্ধ্যান পেতে সহায়ক হবে। সেই আবাসে শিশুরা গড়ে উঠবে চমৎকার দীপ্তমানের অপূর্ব ও স্বচ্ছ চেতনা শক্তির অবলিলার পরশে। তবেই মানব জীবনের প্রকৃত স্বার্থকতা লাভে ধন্য হবে।।


তারিখ: ২৭/০৬/২০১৭ইং, সময়: ৬:০০ পিএম।